Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Nikhil Mitra Thakur

Abstract Thriller Others

3  

Nikhil Mitra Thakur

Abstract Thriller Others

মুখোশ

মুখোশ

3 mins
219


খগেন পাগলা রাতে ফুটপাথে শুয়ে থাকে। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় যে যা তাই খায়। মুখ ঢাকা

কাঁচা পাকা দাড়ি। পরনে শত ছিন্ন বসন। 

--শহরে নতুন পোস্টিং পাওয়া থানার বড়বাবু এ হেন খগেন পাগলা কে রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী শ্যামল কর হত্যায় মূল অভিযুক্ত হিসাবে ধরে নিয়ে এসে গারদে পুরে দেয়। 

-- শ্যামল কর অতীতে ছিলেন একজন ছোটখাটো ব্যবসায়ী। তার ব্যবসায় একজন পার্টনার ছিল, যার 

নাম বিমল সর।

-- শ্যামল ও বিমল ছিল একে অপরের ভীষণ ভালো বন্ধু।

কিন্তু, শ্যামলের লোভের কারণে তাদের বন্ধুত্বে বিচ্ছেদ আসে।

-- ইতিমধ্যে কোন একটি রাজনৈতিক দলের সাথে শ্যামলের সম্পর্ক গড়ে ওঠে। 

-- শ্যামল ছলনা করে বিমলকে ব্যবসা থেকে বের করে দিতে চায়।

-- বিমল বুদ্ধি দিয়ে ওর সব ছলনা ভেস্তে দেয়।

-- শ্যামল এবার অন্য পথ অবলম্বন করে। দলের হার্মাদ বাহিনীর সাহায্যে বিমলের পুরো পরিবার ধ্বংস করে দিতে চায়। 

-- এক দুর্যোগের রাতে বিমলের বাড়ি ঢুকে শ্যামলের পোষা মস্তানেরা বিমল, ওর স্ত্রী,ও মেয়েকে গুলি করে

খুন করে। এই খুনে শ্যামল নিজে নেতৃত্ব দেয়।

-- কিন্তু, সেদিন তারা বিমলের চার বছরের ছেলে অনিমেষ কে খুঁজে পাইনি। 

-- অনিমেষ লুকিয়ে পুরো হত্যা কান্ড দেখে এবং তখন থেকে ওর মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে।

-- বাবা,মা ও দিদির শ্রাদ্ধ শান্তি করার পর অনিমেষ কে ওর মাসি বিদেশ নিয়ে চলে যায়। 

-- বিদেশে বড় হয়ে দেশে ফিরে আসে অনিমেষ। প্রতিশোধ নিতে উঠে পরে লাগে।

-- এদিকে শ্যামল কর তখন একজন বিখ্যাত ও রাজনৈতিক ব্যক্তিত্ব। ক্ষমতাসীন রাজনৈতিক দলের বিধায়ক। এবং রাজ্যের বেশ প্রভাবশালী এক মন্ত্রী। 

-- অন্যদিকে তার ব্যবসার ব্যাপ্তি ও আয় যথেষ্ট বেড়েছে।

এখন সে ছোটখাটো শিল্পপতি।

-- এইরকম একজন ব্যক্তি কে খুন করা সহজ কাজ নয়। সিকিউরিটি টপকে তার কাছে পৌঁছানো এক দূরূহ ব্যাপার‌।

-- অনিমেষ বুদ্ধি করে প্রথমে শ্যামলের সঙ্গে সেদিন যেসব চামচা যুক্ত ছিল তাদের কে একে একে খুন করতে থাকে।

-- অনিমেষ তার দলের এইসব পুরানো সাকরেদ দের খুন হতে থাকা থেকে মনে সন্দেহ দানা বাঁধে যে কেউ একজন বিমলের খুনের প্রতিশোধ নিতে চাইছে।

-- শ্যামল সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট কে নামিয়ে দেয় খুনি কে ধরার জন্য।

-- কিন্তু, খুনি এত চতুর ভাবে খুন করে কোন ভাবেই তাকে ধরতে পারে না।

-- অনিমেষ ছটফট করতে থাকে কিভাবে তার শেষ টার্গেটে সে পৌঁছাবে।

-- খুনের ব্যাপাটা গুলিয়ে দেওয়ার জন্য শ্যামল এবার এক বড় শিল্পী কে জোর করে খগেন পাগলার মুখোশ তৈরি করিয়ে রাখে। এই মুখোশ পরে শ্যামল কে খুন করবে বলে পরিকল্পনা করে রাখে।

-- এই সময়ে আসে নির্বাচন। নির্বাচনের আগে শ্যামলের সব সিকিউরিটি তুলে নেওয়া হয়।

-- নির্বাচনের প্রচারে গিয়ে কোথায় সে অরক্ষিত থাকছে সেই সব খবরাখবর শ্যামলের ছায়াসঙ্গী থেকে অনিমেষ সংগ্রহ করতে থাকে।

-- অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। একদিন ঝড় জলের রাতে অনিমেষ ঢুকে পড়ে শ্যামলের ঘরে।

--- বেশ কিছুক্ষণ ব্যক্তিগত ভাবে পোষা দেহরক্ষী দের একে একে খুন করে অনিমেষ পৌঁছে যায় শ্যামলের বেড রুমে।

-- মুখোশ খুলে নিজের চেহারা দেখানোর পর শ্যামল বাবু ওকে না মারার জন্য অনুনয় বিনয় করতে থাকে। অনেকক্ষণ কাতর মিনতির পর শ্যামল ও তার স্ত্রীকে অনিমেষ গুলি করে খুন করে।

-- গুলির আওয়াজ শুনে পাশের রুম শ্যামলের একমাত্র মেয়ে বেড়িয়ে আসে। অনিমেষ তাকেও খুন করে।

-- পুলিশ পরের দিন সিসি টিভি ফুটেজ দেখে খগেন পাগলা কে মূল খুনি বলে ধরে নিয়ে যায়।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract