Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Priyanka Dhibar

Abstract Inspirational

4.5  

Priyanka Dhibar

Abstract Inspirational

উমার স্বপ্ন

উমার স্বপ্ন

3 mins
317


জন্মের পরই মা হারালি, হায় রে পোড়া কপাল

জানি না সমাজ কি করবে এবার তোর এই ইহকাল।

বাবা'ই হল তোর দুনিয়া, সবচেয়ে আপনজন

দেখালো তোকে কত স্বপ্ন - করতে হবে পূরণ ।

সমাজ তোকে বড্ড হেলায় মেয়ে বলে কথা

নিজের কাছে করলি পণ তাই আগে ঘুঁচাবি এই প্রথা ।

ঠিক করলি বড়ো হয়ে হবি একজন বড়ো ডাক্তার

যে অভাবে মা মরল, করবি তা থেকে সকলকে নিস্তার ।

অভাবের সেই সংসারেও স্বপ্নের প্রতি ছিলি তুই অটুট,

বাপটা যে তোর পাশে থেকে করেছে তোকে মজবুত ।

চলছিলি তো বেশ ভালোই স্বপ্নের সেই পথে

কিন্তু আবার চৌদ্দোতেই হারালি সেই আপন বাপটাকে ।

ঘুমের মধ্যেই বাপটার হল ভয়ংকর স্ট্রোকে মরণ

হতাশ হয়ে পড়লি এবার কিভাবে হবে তোর স্বপ্ন পূরণ ?

পড়লি গিয়ে বজ্জাত কাকা আর দজ্জাল কাকির হাতে

লাথি, ঝাঁটা, মার ছাড়া আর কিছুই জোটে না তোর পাতে,

কাকি বলে, "মেয়ে হয়ে তোর কিসের এত স্বপ্ন?

বাপ-মা'কে তো খেয়েছিস, তুই নাকি হবি আবার দেশের রত্ন !

তোর স্বপ্নের মুখে আগুন, বাপটা গেল অকালে

দেখে দেখে যত ভার জুটল এসে আমারই কপালে ।"

অত্যাচারে অত্যাচারে গেল রে উমা তোর জীবন

এত কিছুর মাঝে পড়ে কিভাবে করবি তুই স্বপ্ন পূরণ?

তবুও তো মনের জোরে করলি কলেজটা পাশ

পড়লি আবার একটা প্রেমে রেখে মনে খানিকটা আশ,

সে তোকে ভরসা দিল, দিল তোর সাথ

কথা দিল থাকবে পাশে রাখবে হাতে হাত ।

বিয়ে করবি বলে তাকে তাই ছাড়লি কাকা-কাকির ঘর

বছর খানিক যেতে না যেতেই সেও তোকে করে দিল পর,

বলে দিল, "ডাক্তারি পড়ার খরচ সে আর পারবে না বইতে

তার চেয়ে ভালো সংসারে মন দাও ডাক্তার হওয়ার চাইতে।"

শুনলি না কথা তার, বেড়িয়ে এলি ভেঙে দিয়ে সব

মেয়ে বলে কি সবসময় মেনে নিতে হবে সবার সব রব ।

মনের জোর বাড়িয়ে আবার দিলি স্বপ্নের পথে উড়ান

করতে হবে স্বপ্ন পূরণ, রাখতে হবে যে বাবার মান ।

রইল না আর পাশে তোর কেউ, দিল না তোর সাথ

একে একে সব হারিয়েছিস, কেউ বাড়ালো না আর হাত ।

সেই স্বপ্নেরই হাত ধরে তাই এগিয়ে গেলি একা

কিন্তু সেদিন রাতে রাস্তায় হল কজন পাশবিকের সাথে দেখা

একা পেয়ে শয়তানগুলো করলো তোকে কি নির্মম ধর্ষণ

রূপ গুন যে তোর অপরূপ - সেটাই কি ছিল তাদের আকর্ষণ ।

তবুও পড়লি না ভেঙে বসলি ডাক্তারি পরীক্ষায়

থাকলি আশাভরা চোখ নিয়ে ফলাফলের অপেক্ষায়,

কিন্তু এই নিষ্ঠুর সমাজ তোকে করছে ছিঃ ছিঃ ! দিচ্ছে না আর কোনো সম্মান !

হলি তাই তুই আত্মঘাতী, রাখতে পারলি না আর তোর নিষ্পাপ প্রাণ ।

এত কিছু সহ্য করলি আর একটু পারলি না ধৈর্য্য ধরতে

এত বাধা পেরিয়ে অবশেষে তো উত্তীর্ণ হয়েছিস তোর স্বপ্নের পথে,

নাম যে তোর উমা কেন পারলি না করতে তবে দশভূজারূপ ধারণ

দেখ আজ দরজায় এসে কড়া নাড়ছে তোর ডাক্তারির আমন্ত্রণ,

শত উপেক্ষা আর গঞ্জনার পরেও জিতে গেল তোর সমস্ত অহংকার

কিন্তু পিওনের হাজার ডাকেও খুলল না আর তোর গৃহদ্বার,

দ্বার ভাঙতেই দেখা গেল তোর ঝুলন্ত লাশ

তোর সাথে তো তোর স্বপ্নেরও হয়ে গেল বিনাশ ।

কি ছিল তোর দোষ? দেখেছিলি তো শুধু একটা স্বপ্ন,

মেয়ে বলে কি সমাজ তা ভাঙতে হয়ে উঠেছিল এত মগ্ন,

দেখ দেখ আজ সেই সমাজই ব্যস্ত হয়েছে করতে তোর দাফন

তোর স্বপ্নের উপর জড়িয়ে দিয়েছে কেমন সুন্দর একটা কাফন ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract