Baishakhir Golpo

Drama Romance Inspirational

4.0  

Baishakhir Golpo

Drama Romance Inspirational

বর্ষার প্রাক্তন

বর্ষার প্রাক্তন

2 mins
342


(প্রায় 22 বছর পর এক বৃষ্টির রাতে!!

অজানা নাম্বার থেকে ফোন বেজে ওঠে..)

বর্ষা-"হ্যালো!....কে?

সৌভিক-"বর্ষা;চিনতে পারছো??"

বর্ষা-"না!!কে বলছো??"

সৌভিক-"আমি;বোধহয়;পারলে চিনতে!"

বর্ষা-" তুমি.....মানে;সে!!"

সৌভিক-"হুম....তোমার খুব কাছের ছিল যে!!"

বর্ষা-"হঠাৎ!!এতো বছর পর,পড়লো মনে?"

সৌভিক-"আজ ও পারোনি ভুলতে!!"

বর্ষা-"ভুলেই তো আছি!!আজও আমি একা,শুন্য।বসে ঘরের কোণে!!"

সৌভিক-"কিন্তু!!আমার যে সবই আছে মনে!!'

বর্ষা-"কেন ফোন করেছো??"

সৌভিক-"খুব জানতে মন চাইলো;ভুলতে কি পেরেছো??"

বর্ষা-"সে-সবই এখন অতীত"

সৌভিক-"শুধু এটুকু বলতে যদি!!"

বর্ষা-"যাক!!ছাড় ওসব কথা।স্ত্রী কেমন আছে!!"

সৌভিক-"ভালোই!!"

বর্ষা-"এখন কি;সে নেই কাছে!!'

সৌভিক-"কেন!!থাকলে কি হত!!"

বর্ষা-"তোমায় হাতে নাতে ধরে ফেলতো!"

সৌভিক-"ভালোই তো হতো তাহলে!"

বর্ষা-"কি হবে এখন ওসব বলে!!যতই হোক আমি তোমার  প্রাক্তন!!সময় ফুরিয়েছে;কিছুই করার নেই এখন!"

সৌভিক-"যদি বলি এখনো আছে অনেক ফাঁকি!!"

বর্ষা-"আজ ও ঠাট্টা করা গেল না।ঘুমিয়ে পর রাত এখনো বাকি!!'"

সৌভিক-"ভুলতে পারিনি যে সেই বৃষ্টির রাত!"

বর্ষা-"মনে পড়ে... তুমি রেখেছিলে আমার হাতে-হাত।কথা দিয়েছিলে কোনোদিন না ছেড়ে যাবার অঙ্গীকার।"

সৌভিক-"যদি বলি আজ ও আছে আমার সে অধিকার!"

বর্ষা-"পাগলামি করো না তুমি।"

সৌভিক-"আজ ও তোমায় আগের মতোই ভালোবাসি আমি"

বর্ষা-"সেটা হয়না!!তুমি এখন অন্যের!!"

সৌভিক-"কেবল একটি ইচ্ছা আমার জীবনের!"

বর্ষা-"কি বলো!!'

সৌভিক-"আমার সাথে চলো!!'

বর্ষা-"ভুল করছো কেন বার বার!!কিচ্ছু করার নেই যে আর!"

সৌভিক-"কাটিয়েছি 22 টা বছর একা একা!!"

বর্ষা-"কিন্তু তোমার তো বিয়ে হয়েছিল!!কাকিমার সাথে আমার শেষ হয়েছিলো দেখা।তিনি আমায় বলেছিলেন তোমার বিয়ের কথা!!বলেছিলেন তোমার স্ত্রী আসা!!"

সৌভিক-"ব্যাস!!তাতেই হয়েছিল তোমার ভরসা।!বিশ্বাস কি ছিলো না আমার ভালোবাসায়!!"

বর্ষা-"কি করবো বলো!!আমার কথায় কি আসে যায়। একটা অনাথা মেয়ে;পিতৃপরিচয় ছাড়া বড় অসহায়!!"

সৌভিক-" কিন্তু আমি তো;মাকে; বলেছিলাম ও বর্ষা!! ওর মত ভাল মেয়ে তুমি আর একটা পাবেনা, রেখো আমার ওপরে ভরসা। জানো তো!! মাকে এও বলেছিলাম.... যদি না পারো ওকে মেনে নিতে!! তবে;কোনদিনই পারবেনা তোমার ঘরে বউমা আনতে!!"

বর্ষা-"তারপর!!'

সৌভিক-" তারপর!! অভিমান করে দিলাম শহর ছেড়ে!! কাটলো বাইশটা বছর একা একা। যে স্থানে তুমি ছিলে;সেই স্থান আজও শুন্য, তোমার জন্য আমার হৃদয় ফাঁকা!"

(বর্ষার চোখে নেমে এসেছে প্রবল বৃষ্টির ধারা!...

পূর্ণ হয়নি আজও বর্ষা... সৌভিকের ভালোবাসা ছাড়া। 22 বছর দীর্ঘ সময় তবুও মেটেনি ভালোবাসা..... সত্যিই এই অপূর্ণ ভালোবাসাকে মিলাতেই প্রকৃতি নিয়ে আসে বারবার মিলন ঋতু বর্ষা।


Rate this content
Log in