Nikhil Mitra Thakur

Comedy

3  

Nikhil Mitra Thakur

Comedy

চা আখ্যান

চা আখ্যান

1 min
11.4K



চা একমাত্রিক হলেও মহিমা তার বহুমাত্রিক। যদি না হও সচেতন ঘটিবে পতন। লইবে ট্টেনে কারিয়া তোমার চেতন। পাড়ার দোকানে যদি পাও তার সাক্ষাত কোনদিন পাইবে বিনামূল্যে অমূল্যরতন। দুধ চা যদি খাও বেশি হতে পারে অ্যাসডিটি।

না না ঘাবড়াবেন না আছে তার অনেক ভালো গুণ। যদি খাও আদা ও গোলমরিচ দিয়ে গরম গরম লাল চা দিনে তিনবার করে তা করবে করোনা প্রতিষেধকের কাজ। অফিস -আদালতে কাজের চাপে ধরিলে মাথা ছাড়বে তা এক কাপ খেলে লাল চা। বাড়িতে অতিথি এলে সবচেয়ে সুলভে করতে আপ্যায়ন চা এর নাই কোন জুরি।

সকালে উঠে রবির স্বর্ণালি আভা মেখে মানিক জোড়ে টেবিলে এক কাপ করে চা না পেলে খাটি সারাদিন হবে মাটি। বাজারে গিয়ে তারে পেতে বাঙালি দীর্ঘ লাইন দিতেও রাজী।



Rate this content
Log in

Similar bengali story from Comedy