Dola Bhattacharyya

Inspirational

5  

Dola Bhattacharyya

Inspirational

প্রতিভার বিস্তার

প্রতিভার বিস্তার

1 min
2.8K


তিমিরবাবু একজন বিধায়ক । পার্টিকর্মী সুতপাকে প্রথম দেখেন এক বক্তৃতামঞ্চে । প্রতিভা চিনতে ভুল হয়নি ওনার। সুতপাকে পুত্রবধুর মর্যাদা দিয়ে ঘরে আনলেন। ছেলে বিমলও শাসকদলের সক্রিয় কর্মী। স্বামী আর শ্বশুরের সাহচর্যে এগিয়ে চলে সুতপা। । তিনবছর পরে কোরকের আগমন। আচমকা আততায়ীর গুলিতে নিহত হয় বিমল। সুতপার অসম্ভব তৎপরতায় ধরা পড়ে বিমলের খুনি। 

      দশবছর পর । তিমিরবাবু গত হয়েছেন। সুতপা এখন একজন সাংসদ। ওর সাফল্যে আনন্দিত শাশুড়ি রাধা দেবী । মায়ের সঙ্গ না পাওয়ায় অশান্তি করে কোরক। সুতপাকে আশ্বস্ত করেন রাধা দেবী , "ভেবোনা বৌমা। আমি সব সামলে নেব। এই প্রতিভা ঘরের ভেতরে নষ্ট হতে আমি দেব না। এগিয়ে যাও তুমি" । নিশ্চিন্ত হয়ে নিজের কাজে মনোনিবেশ করে সুতপা। 



Rate this content
Log in

Similar bengali story from Inspirational