Sayantani Palmal

Romance Fantasy Others

3  

Sayantani Palmal

Romance Fantasy Others

রক্ত গোলাপ

রক্ত গোলাপ

1 min
136



" বাবু, এই নিন আপনার লাল গোলাপের তোড়া।"

ফুল নিয়ে দাম মিটিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যায় জয়। 

বিপাশার হাতে তোড়াটা দিয়ে বলে," তোর প্রিয় রক্ত গোলাপ।" পর্দার আড়াল থেকে জয়ের ভালোবাসার গভীরতা দেখে মরমে মরে যান বিপাশার বাবা-মা। একদিন জোর করে সাধারণ সরকারী চাকুরে জয়ের সঙ্গে মেয়ের ভালোবাসার সম্পর্কটা ভেঙে দিয়ে ধনী পরিবারে বিয়ে দিয়েছিলেন মেয়ের। বিয়ের এক বছরের মাথায় স্বামী-শ্বশুরবাড়ির অত্যাচারে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয় বিপাশা। অনেক যুদ্ধ করেও জ্ঞান ফেরেনি তার। তারপর থেকে কোমায় আছে সে। জয় কিন্তু বিপাশার পাশ থেকে সরেনি। নিয়মিত তার দেখাশোনা করা থেকে প্রায়ই বিপাশার প্রিয় লাল গোলাপ নিয়ে আসা কোনওটাই সে ভোলে না।


Rate this content
Log in