Mampi Chatterjee

Romance Tragedy

3  

Mampi Chatterjee

Romance Tragedy

টেলিফোন( প্রম্পট ২১)

টেলিফোন( প্রম্পট ২১)

1 min
224


‌এখন ফোনে কে ফোন করলো তার ফটো দেখা যায় , তার নাম্বার ও দেখা যায়। কতো সহজ সবকিছু । আমাদের সময় এমন ছিলো না । সবার বাড়িতে ফোন থাকতো না । আমাদের বাড়িতে যদিও বাবা ফোন এনেছিলেন , আমি খুব লুকিয়ে ফোন করতাম । নাতনির সঙ্গে গল্প করতে গিয়ে চোখে জল চলে এলো । অন্ধকারে সে জল কেউ দেখলো না ।একদিন ভুল করে ফোন করেছিলো যে, সবাই ব্যস্ত ছিলো তাই ফোনটা ডাহোরেছিলো রমা । তারপর প্রতিদিন ঠিক সেই নির্দিস্ট সময়ে যে ফোন করতো, রমা যাকে ভালোবেশে ফেলেছিলো ,নাম জানা হয়নি তার, খুব ইচ্ছে করতো তাকে দেখতে, না তাকে কোনো দিন দেখতে পায়নি । হটাত বন্ধ হয়ে গেলো ফোন আসা । তাকে অনেক কথা বলা বাকি রয়ে গেলো । তখন টেলিফোনে যে ছবি দেখা যেত না, পর্দায় যে নাম্বার আসত না!!!!!


Rate this content
Log in