Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Paula Bhowmik

Fantasy Inspirational Thriller

3  

Paula Bhowmik

Fantasy Inspirational Thriller

ঘুমাবি!

ঘুমাবি!

2 mins
545


তোর আর এই জীবনে অবসর কাটানো হবেনা,

অবসর কাকে বলে তা তো আসলে জানিসই না।

সবসময় শুধু পড়া পড়া আর পড়া করেই মরলি,

সারা জীবনে কতটা ঘুরে বেড়ালি,খেলাধূলো করলি!

গল্পও তো করিস না তেমন, নিক্তি মেপে কথা বললি,

প্রেম করার আনন্দ কাকে বলে তা কি আর বুঝলি?

দেখতে ভালো না লাগলে তো তোর বয়েই গেল,

নাকের ওপর একজোড়া চশমা ঠিকই বসালি!

গল্প করা শুধু নয়, জগতে মিলেমিশে চলতে গেলে,

অন্যের গল্প শোনার সময় বের করা চাই ।

তা নইলে যারা ভালোবেসে বন্ধু হয়েছিলো,

তারা নিজেরা ভালো থাকতে, তোকে বলবে বাই বাই।

তোর অবশ্য তাতে আনন্দের কমতি নেই,

বরং হাফ ছেড়ে বলবি, "খুব বাঁচান বেঁচে গেছি ভাই!"

সত্যিই তোকে নিয়ে আর পারা যায় না, 

তোর কি একটু একা একা বা একঘেয়ে লাগেনা। 

জানি তো যে লাগেনা, বেশ মুচকি মুচকি হাসছিস! 

"খুউব একা লাগে মাঝে মাঝে!" এই সামান্য কথাটা, 

মিথ্যে করেও তো একটু বলতে পারতিস ! 

সেটাও বলবিনা, মিথ্যে প্রসংশাকেও ঘেন্না করিস।

সত্যি বলছি, তুই একটা আজব প্রানী, যেন কেমন! 

তোকে বেশীদিন সহ্য করা খুউব কঠিন । 

আমি বাপু একটু ভালোমন্দ খেতে ভালো বাসতাম, 

তোর পাল্লায় না পড়লে সুগারটা কি আর ধরাতাম ? 

তোর তো খাবার না খেলেই আরো ভালো, 

ওইখানেতেই তুই হয়েছিস জব্দ! শরীরটাই তো বলে, 

মাথাব্যাথা করবে,এবার পড়া বন্ধ করো,খেতে চলো। 

ভালোর জন্যেই বলছি, বই হোক বা মোবাইল ফোন, 

একভাবে শুয়ে বসে পড়া কোনো কাজের কথা নয়, 

মাঝখানে রেস্ট নিতে হয়, দরকার জায়গা পরিবর্তন। 

উঠে নাহয় একটু হাত পা ছোড়াছুড়ি করবি, হাসবি, 

শরীর মন দুটোই তখন করবে বেশ চনমন। 

ঠিক সময়মতো খিদে পাবে, খাবার ইচ্ছে হবে, 

আর দরকার পর্যাপ্ত পরিমাণে শান্তিতে ঘুম, 

বেশ রাত হয়েছে, আরো রাত জাগবি, নাকি ঘুমাবি? 



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy