Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

#Navratri Diaries

SEE WINNERS

Share with friends

নাগারা, ঢোল , ডান্ডিয়া , প্যান্ডেল ,লোক সঙ্গীত, আনন্দের নাচ, নয় দিনের রঙিন একটি উৎসব,আলো, মেলা, খাবার আরো নানা কিছু। এটাই হলো সেই সময় যখন আপনি নিজেকে আবার নতুন করে খুঁজে পাবেন। নতুন করে পজিটিভ শক্তি , নতুন উদ্দীপনা এবং আধ্যাত্মিক উন্নতি খুঁজে পাওয়ার সময়। যা অনেক দারুন ভাবে আমরা উদযাপন করি ।নবরাত্রি আমাদের জীবনে নিয়ে আসে অনেক শান্তি আর আনন্দ।

স্টোরিমিরর আপনাকে আমন্ত্রন জানাচ্ছে নবরাত্রি নিয়ে যে প্রতিযোগিতা হচ্ছে তাতে অংশ গ্রহন করতে। গল্প আর কবিতার মাধ্যমে আমরা নবরাত্রি উদযাপন করবো ।

আমাদের সংস্কৃতির ভিতরে একটা অদ্ভুত সৌন্দর্য নিহিত আছে। আমাদের কলম কে সঙ্গে নিয়ে চলুন তার মধ্যে ডুব দেওয়া যাক।

বিষয়:

মানুষ বিশেষত মহিলারা যারা এই নয় রাত্রির নব দুর্গা উৎসব পালন করেন। এই প্রত্যেকদিনের জন্য আমরা বেছে নি ৯ টা রং। এই ৯ টা রঙের মানে কিন্তু আলাদা। আপনাকে এর ওপর নির্ভর করে গল্প বা কবিতা লিখতে হবে, যাতে সেই গল্প বা কবিতায় নবরাত্রির নিজস্ব ভাব বজায় থাকে। যেমন উদাহরন হিসেবে আপনি যদি লাল রং বেছে নেন তাহলে আপনি আবেগ নিয়ে একটি গল্প না কবিতা লিখবেন ।

প্রথম দিন: সাদা-সাদা হলো শান্তি, পবিত্রতা,স্তব্ধতা আর স্নিগ্ধতার প্রতীক

দ্বিতীয় দিন : লাল- লাল রঙ বোঝায় আবেগকে, রাগ কে বা অন্যায়ের বিরুদ্ধে লড়াইকে আবার শুভ শক্তি কেও।

তৃতীয় দিন : রয়াল ব্লু - রয়াল ব্লু বোঝায় পবিত্র ইচ্ছা কে।

চতুর্থ দিন: হলুদ - হলুদ রং বোঝায় আনন্দ আর উৎফুল্লতা কে।

পঞ্চম দিন : সবুজ - সবুজ রং প্রকৃতির সবুজ সৃষ্টি শক্তিকে বোঝায়।

ষষ্ঠ দিন : ধূসর - শয়তানি শক্তিকে ধ্বংস করার ক্ষমতা বোঝায় ধূসর রং

সপ্তম দিন : কমলা - কমলা রং বোঝায় জ্ঞান, সাহস আর উজ্জ্বলতা কে।

অষ্টম দিন : ময়ূরকণ্ঠী সবুজ - ময়ূর কণ্ঠি সবুজ রঙ বোঝায় মনের পূরণ হওয়া ইচ্ছে কে

নবম দিন : গোলাপী - গোলাপী রং বোঝায় নারীত্ব আর মনের পবিত্রতা কে

নিয়ম :

আপনাকে উপরে দেওয়া বিষয় গুলির উপর লিখতে হবে

প্রতিযোগী গল্প/কবিতা আমাদের এখানে জমা দিতে পারবেন।যদিও, ৯ টা সাবমিশন এর বিভাগ কিন্তু একই বিভাগে হতে হবে। মানে ৯ টি বিভাগেই প্রতিযোগীকে হয় গল্প না হলে কবিতা দিতে হবে

প্রতিযোগীকে তার নিজস্ব লেখা জমা করতে হবে। লেখা জমা দেয়ার কোনো ঊর্ধ্বসীমা নেই। লেখার নির্দিষ্ট কোনো শব্দ সীমা নেই এবং কোনো প্রবেশমূল্য নেই।

বিভাগ:

গল্প

কবিতা

ভাষা :

নীচের ভাষাগুলির ব্যবহার করে একটি বা তার বেশী কনটেন্ট দেওয়া যাবে। - ইংলিশ, হিন্দী, মারাঠী, গুজরাটি,তামিল, তেলেগু, মালয়ালম, কানাড়া, উড়িয়া এবং বাংলা

পুরস্কার:

প্রত্যেক ভাষা এবং বিভাগে সেরা ১০ টি গল্প আর কবিতা জিতবে জুরি পুরস্কার। বিজেতারা পাবেন ১৪৯ টাকার একটি ডিসকাউন্ট কুপন স্টোরি মিরর এর তরফ থেকে ।যে সমস্ত প্রতিযোগীরা ৯ টি বা তার বেশী গল্প বা কবিতা প্রদত্ত বিষয়ের উপর লিখতে পারবেন তাদের ছবি এবং লেখা স্টোরি মিরর অথার গ্যালারিতে স্থান পাবে এবং ২০০ টাকার একটি ডিসকাউন্ট কুপন পাবেন , প্রত্যেক প্রতিযোগী অংশগ্রহনকারী সার্টিফিকেট পাবেন

জমা দেওয়ার সময় - ২১সেপ্টেম্বর,২০২২ থেকে ১০ই অক্টোবর, ২০২২

ফলাফল : ১৫ই নভেম্বর, ২০২২

যোগাযোগ :

ইমেল : neha@storymirror.com

ফোন নাম্বার : +91 9372458287 / 022-49243888

হোয়াটস অ্যাপ :  +91 84528 04735



Trending content