Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Piyali Mukherjee

Abstract Inspirational

4.0  

Piyali Mukherjee

Abstract Inspirational

বিয়ের ফুল 🌼

বিয়ের ফুল 🌼

2 mins
217


উলু, উলু, হৈ হৈ ....

       

কি গো মাটির মেয়ে, 

তোমার সব মাটিই যে ঝরে গেলো !

প্রতিমা আর হতে পারলে কই ?

শুধুই অর্ধেক নাক-ঠোঁট,

শুধুই অস্পষ্ট আদল ..

তোমার মেটে গায়ে, দু-মেটে পোঁচ তো পড়লো না !

তোমার গায়ে শৌখিন রং তো চ'ড়লো না !

কোঁকড়ানো কালো পাটের ফল্'স চুল আর 

রাংতার গয়নার বাহার,

তোমার চার দিনের চাঁদনীর নকল বৈভব ..

 কিচ্ছু না কিচ্ছু না !

উলু উলু, হৈ হৈ...

সবই ফাঁকি রয়ে গেল!


তুমি দাঁড়িয়ে রইলে বাকি আধ-তৈরী

 পুতুলের গাদার মধ্যে, উদলা গায়ে, 

মেটে রঙের এবড়ো-খেবড়ো 

এক মাটির তৈরি সং হয়ে ...!

তোমার বায়না'ও হলো না 

পাত্রপক্ষের পছন্দ হলো না

কেউ কিনে নিয়ে গেলো না তোমায় !


বাড়ির দরদালানে ষোড়শোপচারে সাজিয়ে

 রেখে পুজো করবে বলে 

তোমার অমন বিস্ফারিত টানা টানা 

মাটির চোখ, 

কিন্তু তাতে কোনো তারা নেই -- 

দৃষ্টিদান হ'লো না তোমার !


হে সম্ভবী, 

তুমি পৃথিবী হবে, এমনই তো কথা ছিলো, 

কিন্তু অদ্ভুত ভাবে 

জগতের কোনো কাজেই লাগলে না ..

শুধু পড়ে রইলে কুমোরটুলির পাশে

ছাইমাটির গাদায় তোমার খড়ের 

কাঠামোটা নিয়ে ...

স্বপ্নগুলো আর সত্যি হলো না,

উলু, উলু, হৈ হৈ সবই হয়ে গেলো বৃথা !

তারপর একদিন 

নারী, ধরিত্রী, বসুমাতা সবই বহুমাত্রিক

হয়ে মাটিতেই হলো বিলীন


Rate this content
Log in

Similar bengali poem from Abstract