Prashant Subhashchandra Salunke

Tragedy

3.4  

Prashant Subhashchandra Salunke

Tragedy

আত্মহত্যা নাকি খুন?

আত্মহত্যা নাকি খুন?

1 min
329


এক মেয়ের ওপর কিছু দুর্বৃত্ত অপরাধ করেছে। মেয়েটির কাছে এখন দুটি পথ ছিল হয় চুপ করে থেকে তার মর্যাদা রক্ষা করা অথবা এগিয়ে এসে অপরাধীদের ফাঁসিতে ঝুলানো। মেয়েটি সাহসী ছিল। আজকের পর আর কোন নারী লজ্জিত হবেন না এই ভাবনায় তিনি অন্য পথ ধরলেন। বিচার চাইতে পুলিশের কাছে গিয়েছিলেন। মেয়েটির অভিযোগ লেখার পরই তৎক্ষণাৎ অ্যাকশনে আসে পুলিশ। স্কেচ তৈরি করা হয়েছিল, সাক্ষ্য নেওয়া হয়েছিল। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কয়েকদিনের চেষ্টার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। কিন্তু আদালত আসামিদের সাজা দেওয়ার আগেই শ্বাসরোধ করে আত্মহত্যা করে মেয়েটি।

উফ! আজ আবারো সমাজ সফলভাবে একটি নিরপরাধ মেয়েকে বিদ্রুপ করে হত্যা করেছে।


Rate this content
Log in

Similar bengali story from Tragedy