Partha Roy

Abstract

5.0  

Partha Roy

Abstract

গঙ্গা সাগার স্নান - ২: অরিন্দমের গঙ্গা সাগর অভিজ্ঞতা

গঙ্গা সাগার স্নান - ২: অরিন্দমের গঙ্গা সাগর অভিজ্ঞতা

1 min
756


এখন প্রবাদ বাক্যটা উল্টে দেওয়া যেতে পারে। “সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার”। মেলার সময় ভিড় অনেকে পছন্দ করেন না। তাই বছরের অন্য সময়তেও ঘুরে আসেন। খুব সকালে বেরিয়ে রাতে আবার কলকাতা ফিরে আসা যায়। গাড়িতে ডায়মন্ডহারবার, কাকদ্বীপ, হারউড পয়েন্ট(লট নং ৮), সেখানে গাড়ি রেখে লঞ্চে নদী পেরিয়ে কচুবেরিয়া। সেখান থেকে বাসে বা অন্য ভাড়া গাড়িতে সাগরদ্বীপ। ট্রেনে কাকদ্বীপ লোক্যাল ট্রেনে কাকদ্বীপ স্টেশনে নেমেও যাওয়া যায়। অসম্ভব ভাল রাস্তাঘাট, যোগাযোগ ব্যাবস্থা, থাকার ভাল জায়গা আর মেলার কয়েকদিন আগে থেকে আলোয় আলোয় সাজিয়ে দেওয়া হয়। এত আলো থাকে যে একটা ছুঁচ পড়লেও খুঁজে নেওয়া অসম্ভব কিছু নয়। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং পানীয় জলের ব্যাবস্থাপনা দেখে। পি ডবলু ডি দপ্তর হাজার হাজার হোগলা ঘর তৈরি করার জন্য টেন্ডার করে। আগে ভাল টয়লেটের পর্যাপ্ত ব্যাবস্থা ছিল না। সিবিচ নোংরা হত। 



Rate this content
Log in