Md Ahad Bin Ismail

Abstract Inspirational Others

2  

Md Ahad Bin Ismail

Abstract Inspirational Others

ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই

ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই

1 min
226


অনেক দিন ধরে ইংরেজি ভাষায় পরীক্ষা দেয়া হয় না | এর কারণ হল আমরা যখন শিক্ষক হয়ে যাই, তখন ছাত্র হতে লজ্জাবোধ করে থাকি | আমরা তখন মনে করি যে আমার আবার শেখার কি আছে? কিন্তু আমি মনে করি, আমি সবসময়েই ছাত্র |


তাই যখন ই সুযোগ পাই ছাত্রদের সাথে শিখতে বসে যাই | এই লোকডাউনের সময়টাতে প্রতিদিন ই কিছু না কিছু শিখছি | আজ সকালে এবং বিকালে ইংরেজি ভাষায় দক্ষতার উপর দুটি পরীক্ষা দিলাম মানে ফ্রি অনলাইনে ইংলিশ টেস্ট দিলাম | নাম্বার কম পেলাম, কিন্তু ইংলিশ গ্রামার এর নতুন অনেক গুলো নিয়ম শিখতে পেরেছি, এটাই আমার অনলাইন ইংলিশ টেস্টের বড় সফলতা |


Rate this content
Log in

Similar bengali story from Abstract