PARAMITA BASAK

Inspirational

2  

PARAMITA BASAK

Inspirational

সদর দরজা

সদর দরজা

1 min
391


বিপিন বাবু মানুষ টি বড্ডো ভালো খালি একটি ই দোষ যাই হয়ে যাক সহজে সদর দরজা খুলবেন না। সে পাড়ার ক্লাব এর ছেলেরা চাঁদা নিতেই আসুক বা কোনো সেলসম্যান ই আসুক দরজা তিনি খুলবেন না।  চারিদিকেই নাকি চোর ডাকাত এর ভয় । কথাটা খানিকটা হলেও সত্যি। কিন্তু বিপিন বাবুর যেন বাতিক এ পরিণত হয়েছে তার ভয় টা। বাজারে যাবার সময় দরজায় দুটো করে তালা দিয়ে বেরোনো 

চাই। এমনিতেই তিনি কানে একটু কম শোনেন , তার স্ত্রীর তো চেঁচিয়ে চেঁচিয়ে প্রাণ ওষ্ঠাগত তবুও তিনি কানে যন্ত্র নেবেন না। ফ্লাট এর কারো সাথে মেলামেশা ও করেন না কাউকে করতে ও দেন না। সবাইকেই সন্দেহ করেন এ মতো অবস্থা তে সত্তর উর্ধো বিপিন বাবু বাজার এ বেরিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পাড়ার ছেলেরা তাকে দেখে ধরাধরি করে বাড়ি পৌঁছে দেয়। এরপর বিপিন বাবু র মধ্যে এক আমূল পরিবর্তন চলে আসে। না আর কখনো তার সদর দরজা বন্ধ থাকেনি পাড়া প্রতিবেশীদের জন্য। তিনি বুঝেছেন যে সমাজ শুধু মন্দ দিয়ে নয় ভালো আর মন্দ দুই এর এ মেল্ বন্ধন । 


Rate this content
Log in

Similar bengali story from Inspirational