Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Manjula Acharya

Others

4.7  

Manjula Acharya

Others

আমাদের রামবহলদা

আমাদের রামবহলদা

1 min
255


     রামবহালদা ছিলেন আমাদের বাংলা শিক্ষক । সেসময় আমাদের স্কুলে বেঙ্গলি আর নন বেঙ্গলিদের জন্য আলাদা আলাদা বাংলা কোর্স পড়ানো হতো । তিনি হিন্দি ভাষাভাষী হলেও, বেঙ্গলিদের জন্য বাংলা পড়াতেন । তিনি সে সময় বাংলার ছন্দ নিয়ে গবেষণা করতেন । তিনি আমাদের স্বরচিত রচনা ,কবিতা ইত্যাদি লিখে আনতে বলতেন । প্রায় কবিতা আবৃত্তি শুনতেন। একবার একটি কবিতার লাইন ছিল -

 ঝুঁটি বাধা উডে, সপ্তম সুরে ,পাড়িতে লাগিলো

গালি ।আমি ছিলাম ওড়িয়া ভাষাভাষী । উড়ে শব্দটি আমি কোনমতেই উচ্চারণ করতে পারলাম না। আমার বিবেকে বাধলো। যদিও শব্দটি ছিল রবীন্দ্রনাথের সৃষ্টি । তিনি আমায় দাঁড় করিয়ে রাখলেন। আমি তখন বললাম ঝুটি বাধা বাঙ্গাল । উনি খুবই রেগে গেলেন । বললেন

 তুমি কবির অপমান করছো। আমি বললাম 

না,আমি আমার সম্ভ্রমতা রক্ষা করছি। উনি আর কিছু না বলে চুপ রইলেন । তারপরে কিন্তু আমার উপরে ওনার রাগ থাকল না। বাংলায় বেশ ভালো নম্বরই ওনার কাছে পেতাম । প্রায় আমার রচনাগুলি সাহিত্য সভায় পাঠ করার জন্য উদ্দির্ষ্ট হতো ।পরে ওনার একটি লেখা পড়েছিলাম "কাব্যের উপেক্ষিতা "। রামায়ণের উর্মিলার উদ্দেশ্যে লিখিত হয়েছিল।এইরকম ভাবে গাছের তলায় পাতা বাদাম , কাঁচা আম খেতে খেতে আমাদের বাংলা শেখা হত।আজ কোথায় হারিয়ে গেছে সেই সব সুমধুর দিনগুলি,শুধু রয়ে গেছে পটে লিখা স্মৃতি । আমাদের মাথায় থাক আপনার আশীর্বাদের হাত। আপনি থাকুন আমাদের মাঝে চির জাজ্বল্যমান । শ্রদ্ধা সুমন অর্পণ করে রইলাম।



Rate this content
Log in