Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

#The Next Great Podcast

SEE WINNERS

Share with friends

আপনি কি কখনো ভেবেছেন যে একজন পডকাস্টার হবেন? এখন সুযোগ এসেছে আপনার পডকাস্ট স্কিল গুলোকে ধারালো করে নেওয়ার। আপনার বলার বিষয় কে গল্প, কবিতা বা অনুগল্প এর মত করে সেরা অডিও প্ল্যাটফর্ম গুলিতে ছড়িয়ে দেওয়ার সুযোগ এসে গেছে।

হাবহপার এর সহযোগিতায় স্টোরি মিরর নিয়ে এসেছে "দ্যা নেক্সট গ্রেট পডকাস্ট" এটাই আপনার সুযোগ এসেছে আপনার বিষয় গুলিকে সবার সামনে আনার। শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার লেখা গল্পটি বা কবিতাটি যেটা স্টোরি মিরর এ আছে বা নতুন কোনো গল্প না কবিতাকে রেকর্ড করতে হবে এবং "অডিও" বিভাগে গিয়ে সেটিকে জমা দিতে হবে ।

তাহলে আপনি কি তৈরি আগামী পডকাস্টার হওয়ার জন্য ?

নিয়ম :

আপনি আপনার কাজটি যেকোনো বিষয়ের উপর দিতে পারেন।

স্টোরি মিরর এ আছে আপনার এরকম যে কোনো লেখাকেই আপনি পডকাস্ট করতে পারবেন।

কোনো আলাদা বিষয়ের সীমাবদ্ধতা নেই

এডিটরিয়াল স্কোরের ওপর নির্ভর করে আপনার কাজটিকে রেটিং দেওয়া হবে ।

প্রতিযোগীদের তাদের নিজস্ব কাজ জমা দিতে হবে। একজন প্রতিযোগী যতো ইচ্ছে তার কাজ জমা দিতে পারবেন।

সবথেকে কম সময় সীমা হলো ১০ সেকেন্ড আর সর্বোচ্চ সময় সীমা হলো ২ মিনিট প্রত্যেকটি অডিওর ক্ষেত্রে।

প্রতিযোগিতার লিংক ছাড়া কোনো অডিও কে প্রতিযোগিতায় গ্রহণ করা হবে না। অংশ গ্রহণের জন্য কোনো প্রবেশ মূল্য নেই

বিভাগ:অডিও (গল্প, কবিতা, অণু গল্প)

ভাষা:

ইংরেজি , হিন্দী, মারাঠী, গুজরাটি, ওড়িয়া এবং বাংলা

সমস্ত প্রতিযোগীদের জন্য ঘোষণা -

আপনার অডিও ছড়িয়ে দেওয়া হবে, 

Hubhopper, Spotify, Google Podcasts, TuneIn, Acast, ListenNotes, PodcastAddict, Pocketcast, Bullhorn, Gaana, JioSaavn, Wynk Music, Podcast Index, Podtail, PodLp, Fyyd, Amazon Music, Lystn, Storymirror, MX player and Lystn

এই সমস্ত জায়গায় ।

পুরস্কার :

All participants will receive a participation certificate.

অংশগ্রহণের জন্য প্রত্যেক প্রতিযোগীকে একটি করে সার্টিফিকেট দেওয়া হবে ।

প্রত্যেক ভাষার সেরা দু জন প্রতিযোগীকে একটি ট্রফি পুরস্কার হিসেবে দেওয়া হবে।

যে প্রতিযোগী সবথেকে বেশি অডিও জমা দেবেন তাকে একটি হেড ফোন পুরস্কার দেওয়া হবে । প্রত্যেক প্রতিযোগীকে ডিজিট্যাল সার্টিফিকেট প্রদান করা হবে ।

জমা দেওয়ার সময় : ১৫ ই নভেম্বর, ২০২২ থেকে ২০ ডিসেম্বর ২০২২

ফলাফল : ৩০ শে জানুয়ারি ২০২২