Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

#International Prerna Awards

PARTICIPATE

Share with friends

সাহিত্যের এই উৎকর্ষতায় পা রাখুন আর অংশগ্রহন করুন মূল্যবান আন্তর্জাতিক প্রেরণা পুরস্কারে যা আয়োজন করেছে গ্লোবাল হিন্দি ফাউন্ডেশন স্টোরি মিরর এর সহযোগিতায়। এই খানে আপনার সাহিত্য কর্ম পাবে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জায়গা। 

আপনি একজন দক্ষ গল্প বলিয়ে হোন বা একজন শিক্ষা নবীশ এই প্রতিযোগিতাটি হচ্ছে আপনার প্রতিভা তুলে ধরার সব থেকে সঠিক জায়গা। যেখানে এর পাশাপাশি আপনি পাবেন আপনার সহ লেখকদের সঙ্গ। 

নিজেকে সংস্কৃতি এবং শিল্পের একটা জগতে নিমজ্জিত করার জন্য তৈরি হয়ে নিন কারণ এইখানে সবাই এসে ভাগ করে নেবেন তাদের নিজেদের গল্প। সে গল্প হবে লোক কথার, হবে আধুনিক কোনো জীবনের গল্প। সবার জন্য কিছু না কিছু এই প্রতিযোগিতায় থাকবে। 


ভারতের যে গল্প বলার ঐতিহ্য আছে সেটার একজন অংশীদার হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন না। ক্যালেন্ডারে তারিখ দাগ দিয়ে নিন এবং তৈরি হয়ে থাকুন এক অবিস্মরণীয় অভিজ্ঞতার জন্য। 


 এই প্রতিযোগিতার অন্তিম বা ফাইনাল রাউন্ডটি হবে সিঙ্গাপুরে 


কেন এই প্রতিযোগিতা ?

আমরা লেখকেদের একটা জায়গা দিতে চাইছি যেখানে সারা পৃথিবী থেকে লেখকরা তাদের নিজেদের দক্ষতা দেখাবেন ,যেখানে একজন একজন করে প্রত্যেকে তাদের ভাবনা চিন্তা ,ধারণা এবং পরিকল্পনা তুলে ধরবেন বিশ্বের নাগরিকদের কাছে তাদের কাজের স্বীকৃতি জন্য। এছাড়াও আমরা চাই সাহিত্য এবং সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে ,আমাদের এই প্রতিযোগিতায় নানা জায়গার,নানা দেশের মানুষরা এক হয়ে যাবেন তাদের কথা বার্তা ভাগ করে নিতে আমাদের এই প্রতিযোগিতায় সেটাই আমাদের পাওনা। 


নিয়ম 

বিভাগের কোনো আলাদা বাধা নিষেধ নেই 

প্রতিযোগিতার লিংক এর মাধ্যমেই একমাত্র প্রতিযোগিতায় কোনো লেখা জমা দেওয়া যাবে। ই - মেল বা হার্ড কপির মাধ্যমে এবং প্রতিযোগিতার লিংক ছাড়া দেওয়া কোনো লেখা প্রতিযোগিতার জন্য গ্রহণ যোগ্য হবে না। 

প্রতিযোগীকে তার নিজস্ব কাজ জমা দিতে হবে। কোনোরকম প্লেজারাইজড লেখা পেলে সেটিকে সঙ্গে সঙ্গে মুছে ফেলা হবে এবং প্রতিযোগীকে স্টোরি মিরর থেকে ব্লক করে দেওয়া হবে।

একজন যতো ইচ্ছে লেখা জমা দিতে পারেন। সেটির কোনো ঊর্ধ্বসীমা নেই । 

স্টোরিমিরর যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে সেগুলোই সব প্রতিযোগীকে বাধ্যতামুলক ভাবে মেনে নিতে হবে ।

কোনো প্রবন্ধ/নিবন্ধ এই প্রতিযোগিতার জন্য গ্রহণযোগ্য নয় ।


প্রতিযোগীদের অনুরোধ করা হচ্ছে যে তাঁরা যেন কোনো বাজে / ভ্রান্ত / অশ্লীল / বা এমন কোনো ঘটনা যা সাধারণ নীতির বিরুদ্ধে যায় সেরকম কিছু নিয়ে কোনো লেখা প্রকাশ না করেন। কারণ এইরকম লেখা পেলে সঙ্গে সঙ্গে সেটি এবং তার লেখক কী বাতিল করে দেওয়া হবে স্টোরিমিররের সব জায়গা থেকে। 

This is a paid contest.


বিভাগ:

গল্প, কবিতা

বিষয় :

লেখা জমা দেওয়ার সময় সুনিশ্চিত হবেন যে নীচে দেওয়া কোনোটা আপনার লেখার বিষয় যেন না হয়। 


· স্থিতিস্থাপক উন্নতি 

· বিভিন্নতা কে স্বাগত জানানো এবং এক নতুন সমাজের দিকে এগোনো 

· স্বয়ংক্রিয়তা এবং আবিষ্কার 

প্রতিযোগিতার বয়স সীমা :

১৩- ১৫ বছর 

১৬- ১৮ বছর 

১৯ বছর এবং তার ঊর্ধ্বে 


 এই প্রতিযোগিতার অন্তিম বা ফাইনাল রাউন্ডটি হবে সিঙ্গাপুরে 


--

Thank you,

StoryMirror

M : +919372458287 / 8452804735