মন কেমনের সঙ্গী

Abstract Others

2.6  

মন কেমনের সঙ্গী

Abstract Others

বিচ্ছেদ

বিচ্ছেদ

1 min
141


বিচ্ছেদ সবসময়ের জন্যই বেদনার।তা কেবল মনকেই নয় শরীরকেও নানা ভাবে অবসন্ন করে তোলে।সবসময় দুটি মানুষের মধ্যে যে কেবল শারীরিক ব্যবধান তৈরি হয়,তা কিন্তু নয়।কখনও কখনও শরীরের পাশাপাশি দুটি মন দুটি হৃদয়েরও বিচ্ছেদ সংঘটিত হয়।শারীরিক বিচ্ছেদের পর পুনর্মিলনের একটা আশা থাকলেও মন বা হৃদয়ে যে বিচ্ছেদ ঘটে তা কিন্তু সহজেই মিটবার নয়।সেখানে মনের অন্তরায় দুটি হৃদয়ের মিলনের পথে বাধা হয়ে দাঁড়ায়।


একে অপরের সঙ্গে হৃদয় তথা আত্মার মিলন হলেই তবে সে সম্পর্ক চিরস্থায়িত্ব লাভ করে। যে কোন ন্যায় সঙ্গত কারণে যদি সেই হৃদয়ের দর্পণে সূক্ষ্ম ফাটল পরিলক্ষিত হয়,তবে তা সময়ের প্রলেপ দ্বারাও মেটান সম্ভব নয়।সেই কারণে যে কোন সম্পর্ক টিকিয়ে রাখার পেছনে এক এবং অদ্বিতীয় শর্তটি হলো পরস্পরের প্রতি বিশ্বাস,নির্ভরশীলতা।


                 


Rate this content
Log in

More bengali story from মন কেমনের সঙ্গী

Similar bengali story from Abstract