Njh Y

Action Inspirational

4  

Njh Y

Action Inspirational

বন্ধু

বন্ধু

1 min
308


বন্ধু একটা অপরিচিত থেকে পরিচিত হয়ে ওঠার গল্প।বন্ধু হলো মস্তিষ্কের নিঃসরিত ডোপামিন ডিটক্স যাদের জন্য আমার মুহুর্তেই হ্যাপী হয়ে যেতে পারি।আমাদের ফ্যাকাশে জীবনটায় বালতি বলতি রং ঢেলে রঙিন করে তোলা মানুষগুলোই বন্ধু। পরিবারের পর যাদের সাথে মন খুলে কথা বলা যায়, নিশ্চিন্তে অচেনা রাস্তাগুলো ঘুরে আসা যায় তারা হলো বন্ধু।বন্ধুদের নিয়ে অনেক কথা বলা যায় লিখা যায়।তবু মনে হয় তাদের নিয়ে লেখায় কমতি পড়ে গেছে।আসলে বন্ধুরা আছে বলেই নিজের স্বপ্নের ধ্বংসস্তুপে দাড়িয়ে নিজের পতন দেখা যায়।তাদের অনুপ্রেরণায় ভাঙা স্বপ্নের ধ্বংসস্তুপ দিয়ে পাহাড় বানানো যায়।তারপর সেই পহাড় বেয়ে সফলতা অর্জন করা যায়।তাই বন্ধুরা অমূল্য।।বলা যায়-""বন্ধুর মতো বন্ধু থাকলে জীবন সুন্দর হয়ে ওঠে!মৃতপ্রায় গাছেও তখন সতেজ ফুল ফোঁটে।""


Rate this content
Log in