Krishna Nath

Abstract Tragedy

4.0  

Krishna Nath

Abstract Tragedy

দৃষ্টিভঙ্গি

দৃষ্টিভঙ্গি

1 min
224


আমার বড় বৌদি ,থাইরয়েড এর রোগী ।পরপর দুটো বাচ্চা নষ্ট হয়ে গেছে। প্রাণাধিক প্রিয় বড় ছেলের বউ, বাবা খুবই কষ্ট পেয়েছেন। যতদূর সম্ভব মা সান্ত্বনা দিচ্ছেন বৌদিকে ।

          এই অবস্থায় আমার ছোট বোন এসেছে প্রথম সন্তান বাপের বাড়িতে হওয়ার রীতি নিয়ে ।মা ছোট মেয়েকে বারবার বোঝাচ্ছেন ,"তোমার বড় বৌদি যাবেন হাসপাতাল থেকে তোমাকে আনতে ,খুব সাবধান !তোমার বৌদি যেন কোন রকম আঘাত না পায় ,আমার তো আর এই বয়সে শক্তি নেই, বাচ্চাকে নির্দ্বিধায় বৌদির হাতে তুলে দেবে ।"বৌদি ননদের সদ্যোজাত বাচ্চাটিকে কোলে করে বাড়ি এলেন। তার মুখে কেমন যেন মলিন একটা হাসি ।

          রান্নাঘরে আমি দুপুরের খাবারের ব্যবস্থা করছিলাম ।বৌদি স্নান সেরে রান্নাঘরে এসে আমার কাছে ডুকরে কেঁদে ফেলল ,"আমাকে কি মা এইভাবে শেখালেন ৯ মাসের কত সাধনার ফল হয় সন্তান !কিন্তু আমিও তো আপ্রাণ চেষ্টা করেছিলাম মা হওয়ার.......

                                              


Rate this content
Log in

Similar bengali story from Abstract