ritwik das

Abstract Tragedy Action

3  

ritwik das

Abstract Tragedy Action

মেয়েটারই বা দোষ কোথায়

মেয়েটারই বা দোষ কোথায়

1 min
367


মেয়েটারই বা দোষ কোথায়,

কতদিন আর সে অপেক্ষা করতে পারে?


নীরা বারবার বলেছিলো...

কবিতা লিখে, আবৃত্তি করে সংসার চলে না।


সেদিন সন্ধ্যায়...

হল ভর্তি লোক, আলো। 

এই প্রথম, একক আবৃত্তি পরিবেশন করবে তুষার। 


স্টেজে উঠেই প্রথম চোখ গেলো সামনের সিটে। সেই চেনা মুখ...

আজ দশ বছর পর দেখা, সঙ্গে নিশ্চই তার স্বামী। 


এক মুহুর্তে বিদ্যুৎ এর শিহরণ লাগলো।

গলা শুকিয়ে আসছে তুষারের...

ভাবতে পারছেনা,

আবৃত্তি শুনতে নীরা?


এগিয়ে গেলো মাইক্রোফোনের দিকে...

শক্ত করে চেপে ধরলো মাইক্রোফোন টা।

তারপর...

শুরু হলো আবৃত্তি।

একটার পর একটা আবৃত্তি।

হাততালিতে হাততালিতে ফেটে পড়ছে হল...

আরও কবিতা....

আরও আবৃত্তি....।


তুষার নেমে যাচ্ছে স্টেজ থেকে

তখনও হাততালি, তখনও.

শুধু কবিতা লিখে, আবৃত্তি করে সংসার চলে না।


Rate this content
Log in

Similar bengali story from Abstract