বৃষ্টিস্নাতা 🌧️

Fantasy Others

4  

বৃষ্টিস্নাতা 🌧️

Fantasy Others

সেই রাতে রাত ছিল পূর্ণিমা🌛🌜

সেই রাতে রাত ছিল পূর্ণিমা🌛🌜

1 min
424


~ •কলমে #ছদ্মনামে 'বৃষ্টিস্নাতা' 🌧️


-"কিছু হয়েছে" , ফোনের একপ্রান্ত থেকে ভেসে আসে মেয়েটির কণ্ঠ। আরেকপ্রান্ত থেকে ভেসে আসে ছেলেটির কণ্ঠ,"কী হবে?" 

-"কী ভাবো বলোতো? তোমার থেকে দূরে আছি বলে কি আমি বুঝতে পরবোনা? বলো দেখি কী হয়েছে?" 

-"মিস করছি তোমায়! প্রচন্ড...", ছেলেটির কণ্ঠে কষ্ট ফুটে ওঠে। একটু থেমে আবার বলে ওঠে,"এ দূরত্ব যে আর সহ্য হচ্ছেনা আমার!"

দুই প্রান্তেই ক্ষনিকের নিস্তব্ধতা বিরাজ করে। কিছুক্ষন পর ভেসে আসে মেয়েটির কণ্ঠ,

-"একবার বারান্দায় যাও..."

-"কেন?", প্রশ্ন করে ছেলেটি। 

-"উফ! যাও না....."

-"হুম! গেলাম। বলো...", নিজের ঘরের লাগোয়া বারান্দায় এসে দাঁড়ায় ছেলেটি। মেয়েটিও দাঁড়িয়ে নিজের ঘরের বারান্দায়। বলে ওঠে,

-"আকাশের দিকে তাকাও...."

-"তাকালাম...."

-"কী দেখতে পাচ্ছো?"

-"অন্ধকার আকাশের বুকে চাঁদটা কেমন জোৎস্না ছড়িয়ে নিজের ব্যক্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছে...."

-"ওই যে চাঁদের জোৎস্না তোমার শরীরকে ছুঁয়ে যাচ্ছে, সেই চাঁদের জোৎস্নাই আলতো করে ছুঁয়ে যাচ্ছে আমার শরীর। তুমি যে চাঁদটা দেখছো, আমিও দেখছি সেই চাঁদকেই। তাহলে দূরত্ব কোথায় হলো? এই জোৎস্নার মধ্যেই রয়েছে আমার স্পর্শ। তোমার হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে বসে আছি আমি। দুজনেই দেখছি এই আধখানা চাঁদ। আর....."

-"আর.....?"

-"আই মিস্টার রাগেশ্বর, গান শোনাবেনা?...", ভেসে আসে মেয়েটির আবদার। অল্প হাসে ছেলেটি। বলে ওঠে,

-"okk,ম্যাডাম রাগেশ্বরী... " বলেই গুনগুনিয়ে ওঠে.....

"সেই রাতে রাত ছিল পূর্ণিমা

রঙ ছিল ফাল্গুনি হাওয়াতে,

সেই রাতে রাত ছিলো পূর্ণিমা

রঙ ছিলো ফাল্গুনি হাওয়াতে,

সব ভালো লাগছিলো চন্দ্রিমা

খুব কাছে তোমাকে পাওয়াতে......."


*সমাপ্ত"


(চাঁদের দিকে তাকিয়ে হঠাৎ মনে লিখে ফেললাম!!🤧....সবাই জানাবেন কেমন লাগলো... 😌)


Rate this content
Log in

Similar bengali story from Fantasy