Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

#Colour Your Words Season 2

SEE WINNERS

Share with friends

কালার ইয়োর ওয়ার্ডস সিজন ২ রাইটিং কনটেস্ট এ সবাইকে স্বাগত। যেখানে আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি রংয়ের উৎসবে সামিল হওয়ার জন্য যে উৎসব এই হোলির ছোঁয়ায় সেজে উঠেছে নতুন করে। 

"হোলি" যা রঙের উৎসব নামে আমাদের কাছে পরিচিত। এই সময় দল মত নির্বিশেষে সকলে একসাথে হয় এবং খারাপের ওপর ভালোর জয়ের আনন্দে মেতে ওঠে ,মেতে ওঠে বসন্তের আগমণ এর কারণে। কিন্তু এই আনন্দ, এই উদযাপনের পাশাপাশি প্রত্যেক রঙেরই একট অন্তর্নিহিত অর্থ আছে একটা তাৎপর্য আছে।

এই প্রতিযোগিতায় আমরা লেখকদের চ্যালেঞ্জ করবো হোলির রং গুলির সঠিক অর্থ খুঁজে বার করার জন্য এবং চাইবো সেগুলিকে অনুবাদ করে তাঁরা নামিয়ে আনবেন চমৎকার কিছু গল্প না ঝাঁঝালো কবিতায়। প্রতিটি রং জীবনের কোনো না কোনো দিক কে বোঝায় যা আমাদের সাহিত্য কর্মের জন্য আরো উৎসাহিত করে ।


বিষয় 

প্রতিযোগীরা তাদের গল্প বা কবিতা জমা করবেন শুধুমাত্র দেওয়া বিষয়ের উপরেই। আমরা রং এবং সেই সমস্ত রঙের অর্থ দিয়ে দেব। আপনাকে আপনার গল্প বা কবিতা এমন ভাবে লিখতে হবে যাতে গল্প বা কবিতা আপনি যা লিখছেন সেটির মধ্যে রঙের অর্থ ফুটে ওঠে। উদাহরন হিসেবে বলা যায়, যদি আপনি লাল রং বেছে নেন তাহলে আপনাকে ভালোবাসা নিয়ে একটি গল্প বা কবিতা লিখতে হবে 


লাল : বোঝায় ভালোবাসা ,আবেগ এবং উর্বরতা কে 

নীল : বোঝায় শান্তি, আধ্যাত্মিকতা, এবং ভক্তি কে

সবুজ : বোঝায় বৃদ্ধি, পুনরুত্থান, এবং প্রকৃতির সাথে মিশে যাওয়া কে .

হলুদ : বোঝায় খুশী, আশা এবং জ্ঞান কে। .

গোলাপি : বোঝায় টান, কোমলতা এবং উচ্ছলতা

বেগুনী : বোঝায় সৃষ্টিশীলতা, বিলাসিতা এবং রাজকীয়তা.

কমলা : ফুটিয়ে তোলে এনার্জি, উৎস এবং প্রাণবন্ততা 

সাদা : ফুটিয়ে তোলে শান্তি, পবিত্রতা এবং নবারম্ভ 


নিয়ম :

প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য আপনাকে ১০ টি থিমের উপরেই লিখতে হবে । 

প্রতিযোগীরা আলাদা আলাদা বিভাগে লেখা জমা দিতে পারেন (গল্প/কবিতা) । যাই হোক, যে কোনো একটি বিষয় নিয়েই ১০ টি লেখা জমা দেওয়া যাবে সেটি গল্প হলে গল্প কবিতা হলে কবিতা।  

প্রতিযোগীদের তাদের নিজস্ব লেখা জমা করতে হবে। এবং লেখা জমা দেওয়ার কোনো ঊর্ধ্বসীমা নেই ।


কোনো শব্দ সীমা ও নেই ।.

প্রতিযোগিতার কোনো প্রবেশ মূল্য নেই 

বিভাগ :

গল্প,কবিতা এবং অডিও 

ভাষা :

ইংরেজি,হিন্দী,মারাঠী,গুজরাটি,তামিল,তেলেগু,কানাড়া, উড়িয়া এবং বাংলা 

পুরস্কার :

যে সমস্ত প্রতিযোগী পুরো ১০ টি থিমের উপরেই লেখা দেবেন তারা পাবেন স্টোরি মিরর এর তরফ থেকে ২০০ টাকা মূল্যের একটি ভাউচার। 


বিজয়ীরা পাবে শংশাপত্র ।

সমস্ত প্রতিযোগী অংশ গ্রহণকারী শংসাপত্র পাবে ।

কবিতা এবং গল্প সমস্ত বিভাগে সেরা২০ টি এন্ট্রি পাবে স্টোরি মিরর এর তরফ থেকে ২৫০/- টাকা মূল্যের । 

সমস্ত ভাষা মিলিয়ে কবিতা এবং গল্পের সেরা ৫ টি এন্ট্রি পাবে স্টোরি মিরর এর তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে একটি বই।