Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

#Thankyou Teacher - Season 2

SEE WINNERS

Share with friends

একজন শিক্ষক হলেন একটা মোমবাতির মতো।যিনি নিজেকে ক্ষয় করেন অন্যদের রাস্তা আলোকিত করার উদ্দেশ্যে।

একজন শিক্ষক হলেন জ্ঞান , শিক্ষা এবং তথ্যের এক ভান্ডার। তারা আমাদের সবার জন্য এমন এক ভিত তৈরি করে দ্যান যা আমাদের সারাজীবন উপকার করে। তারা প্রত্যেকের জীবনে সেই আলোর দিশা যা আমাদের সবাইকে পথ দেখায়। তারা আমাদের সামনের দিগন্ত টা অনেক বেশী বড়ো করে দ্যান যার ফলে আমাদের পৃথিবীটা দেখার দৃষ্টিভঙ্গী পুরো পাল্টে যায় এবং যার ফলে আমাদের ব্যক্তিত্ব গড়ে ওঠে আমরা মানুষ হিসেবে আরো সুন্দর হয়ে উঠি।

৫ই সেপ্টেম্বর, জাতীয় শিক্ষক দিবস, এই উপলক্ষে আমরা উদযাপন করবো প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লি রাধাকৃষ্ণন এর জন্মবার্ষিকী। তাই স্টোরিমিরর আপনাদের জন্য নিয়ে এসেছে "থ্যাংক ইউ টিচার- সিজন ২"। এই প্রতিযোগীতার মাধ্যমে আপনি সন্মান জানাতে পারেন আপনার জীবনে আপনার শিক্ষকের অবদান কে।

নিয়ম:

প্রতিযোগীদের তাদের গল্প/ কবিতা/ কোটস/ অডিও স্টোরি এবং অডিও পোয়েম এই বিষয়ের উপর লিখতে হবে। এডিটরদের দেওয়া ফলাফল এর উপর এবং পাঠকদের পড়ার মানের উপর নির্ভর করে কে জয়ী সেটা ঠিক করা হবে। প্রতিযোগীকে অবশ্যই তার নিজের লেখা দিতে হবে ।লেখা জমা দেওয়ার কোনো নির্দিষ্ট সময় সীমা নেই ।

আপনার লেখায় "#ThankyouTeacher" এটি ব্যবহার করুন। কোনো শব্দ সীমা নেই।

এছাড়াও "Teacher's Day" "Thank You Teacher" এই ট্যাগ গুলিও আপনি ব্যবহার করতে পারেন আপনার লেখায়।

বিভাগ :

গল্প

কবিতা

কোটস

অডিও

পুরস্কার :

প্রত্যেক ভাষার প্রত্যেক বিভাগে সবথেকে সেরা ১০ টি গল্প এবং কবিতা জিতবে জুরি চয়েজ অ্যাওয়ার্ড এবং বিজেতারা পাবে ১৪৯ টাকার একটি ডিসকাউন্ট কুপন এবং একটি ডিজিট্যাল সার্টিফিকেট। 

যে সমস্ত প্রতিযোগী ২০ বা তার বেশী গল্প/ কবিতা জমা দেবে তাদের লেখা স্টোরিমিরর অথর গ্যালারিতে দেওয়া হবে।

প্রত্যেক ভাষার প্রত্যেক বিভাগে সবথেকে সেরা ৫ টি অডিও স্টোরি জিতবে জুরি চয়েজ অ্যাওয়ার্ড এবং বিজেতারা পাবে ১৪৯ টাকার একটি ডিসকাউন্ট কুপন এবং একটি ডিজিট্যাল সার্টিফিকেট।


প্রত্যেক ভাষার প্রত্যেক বিভাগে সবথেকে সেরা ৫ টি কোটস পাবে জুরি চয়েজ অ্যাওয়ার্ড এবং বিজেতারা পাবে ১৪৯ টাকার একটি ডিসকাউন্ট কুপন এবং একটি ডিজিট্যাল সার্টিফিকেট।

সমস্ত প্রতিযোগী একটি অংগ্রহণমূলক সার্টিফিকেট পাবেন ।

জমা দেয়ার সময় : ২রা সেপ্টেম্বর ,২০২২ থেকে ৩০ সে সেপ্টেম্বর ,২০২২

ফলাফল : ৩০ শে অক্টোবর ২০২২

যোগাযোগ :

ই - মেল : neha@storymirror.com

ফোন নাম্বার : +91 9372458287 / 022-49240082

WhatsApp: +91 84528 04735



Trending content