Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Suva Chakraborty [ অগ্নিদ ]

Abstract Tragedy Others

3  

Suva Chakraborty [ অগ্নিদ ]

Abstract Tragedy Others

আমি দেখেছি সমাজের গতিপথ

আমি দেখেছি সমাজের গতিপথ

1 min
149


জ্বলন্ত বাতাসের স্পর্শে অন্ধ হয়েছি ।

যবে থেকে চোখ খুলে দেখেছি সমাজের গতিপথ ;

কালো আকাশের নিচে, রাস্তার পিচে,

ঐ যে শুয়ে থাকা মায়ের বুকে,

ওড়নার নিচে, ছোট্ট শিশুরা নিদ্রায় ডুবে থাকে ;

পিতৃহীন পরিচয় তাদের ভবিষ্যতের প্রদীপ জ্বলে ;

তারা অসহায়, তাদের ভিক্ষা করে পেট চলে !

তারা প্রতিবাদে অক্ষম, কাজ চাইতে অক্ষম ।


আমি দেখেছি,

কেউ কেউ আবার মাতৃত্বকে বুকে আগলে রেখেই রাজমিস্ত্রির কাজ করে ;

কেউ ইঁট বয়,

সিমেণ্টের বস্তা একদিক থেকে অন্যদিকে বয়ে নিয়ে চলে ;

আমি ভাবি, সমাজ অন্ধ হতে পারে,  

কিন্তু মা অন্ধ হয় না ।



সমাপ্ত...


Rate this content
Log in

Similar bengali poem from Abstract