Souradipta Sen

Horror Tragedy

3  

Souradipta Sen

Horror Tragedy

আঁখি

আঁখি

1 min
8


কুশল অনেক্ষন সঙ্গ দিয়ে অবশেষে ঘুমিয়ে পড়লেও শর্মিলার ঘুম এলো না। বিছানায় শুয়েই বেডরুমের দরজার দিকে উঁকি দিল ও। আপাতত সব ঠিক আছে বলেই মনে হচ্ছে।


গত দুইমাস ধরে প্রায়শই ওদের মেয়ে আঁখি ঘুমের মধ্যে হেঁটে বেড়ানো শুরু করেছে। এর কারণ বা উৎস ওর অজানা, তবে আতঙ্কে দিন কাটছে ওর। অবচেতনে থাকাকালীন নিজের বা অন্যদের ওপর যে কোনো ধরনের বিপদ ডেকে আনতে পারে আঁখি। তাছাড়া নিশুতি রাতে ঘুম ভেঙে হঠাৎ নিজের ছয় বছরের মেয়েকে সম্মোহিতের মত বাড়িময় ঘোরাঘুরি করতে দেখাটাও নয়নাভিরাম দৃশ্য নয়।

প্রথমদিকে কুশল মানতে চায়নি, কিন্তু শর্মিলা ছিল নাছোড়বান্দা। শেষে ওর জেদ দেখে কিছুটা ঘাবড়ে গিয়েই মনোরোগ বিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্ট বুক করেছে কুশল।


***

পরদিন ডাক্তারের সাথে দুজনে একসাথে ঢুকলেও শর্মিলাই হন্তদন্ত হয়ে গোটা সমস্যাটা জানালো। প্রায় পঁচিশ মিনিটের আলোচনার পর, শর্মিলাকে বাইরে বসিয়ে কুশল একান্তে কথা বলছিল ডাক্তারের সাথে।

"আপনি বলছেন,আপনার মিসেস যা বললেন সেটা ঠিক নয়?"

"ঠিক নয়। আঁখি ঘুমের মধ্যে চলাফেরা করেনা।"

"তাহলে সমস্যাটা?"

"সমস্যাটা আঁখির নয়, শর্মিলার। কারণ আঁখি আজ দুইমাস হলো আমাদের ছেড়ে চলে গিয়েছে।"


Rate this content
Log in

Similar bengali story from Horror