delete account

Abstract Classics

4  

delete account

Abstract Classics

মিথ্যা কথা ও সত্য কথা বলার ফল

মিথ্যা কথা ও সত্য কথা বলার ফল

1 min
9


মিথ্যা কথা বলার সঙ্গে শরীর-স্বাস্থ্য-মন ভালো থাকার বা না থাকার একটি প্রত্যক্ষ যোগ রয়েছে। যত মিথ্যা কথা বলা হবে তত সত্য থেকে দূরে চলে যাওয়া হবে। মিথ্যা কথা বলা মানে নিজের মনকে বিষিয়ে দেওয়া, নিজের মনকে সত্যের ধারেকাছে ঘেঁষতে না দেওয়া।

মিথ্যা কথা বলা মানে সত্যকে চাপা দেওয়া; সেটা বাইরে কাউকে মিথ্যা কথা বলা যেতেই পারে আবার একটি সত্যকে চাপা দেওয়ার জন্য আরও একটি মিথ্যা কথা বলা, আরও একটি সত্যকে চাপা দেওয়ার জন্য আরও একটি মিথ্যা কথা বলা.... এতে হচ্ছে কী যে মানুষটি এত মিথ্যা কথা বলছে সে অন্তরে অন্তরে ভেঙে পড়ছে, মানসিক অসুস্থতার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে, কারণ বাইরে তো সে সত্য প্রকাশ করতে পারছে না ওদিকে ভেতর ভেতর সেই সত্যকে চাপা দিয়ে যাচ্ছে---- ঠিক যেমন বাড়ির ভিত গাঁথার সময় অনেকটা মাটি খুঁড়ে ক্রমশ ইঁটের 'পরে ইঁট, ইঁটের 'পরে ইঁট দেওয়া হয়---- এভাবেই তো বাড়ি তৈরি হয়।

তাই সেই সত্য জমতে জমতে জমতে জমতে নিজের মন অসুস্থ হয়ে ওঠে একসময়।আর যার মন ভালো তার সব ভলো।মন ভালো থাকলে শরীর-স্বাস্থ্য সবই ভালো থাকবে।


৪/৩/২০২৪


Rate this content
Log in

Similar bengali story from Abstract