Priyanka Pramanik

Drama Action

3  

Priyanka Pramanik

Drama Action

অভিশাপ নয়

অভিশাপ নয়

1 min
290


তোমার সুস্থ শরীরে ,এক অসুস্থ কবির সন্ধান পেয়েছি আমি।

তোমার নয়নের চকচকে ঝরনার জল কে

তার লেখনির কালি ভেবে ভুল করেছে।

মামলা করেছ তার কবিতার বিরুদ্ধে?

দেখেছ সেই অসুস্থ কবিকে?

আচ্ছা এবার ফাঁস করি সবকিছু,

আসলে এখন সব কিছু ঘুরিয়ে

বলার চেষ্টা চালাচ্ছি।

কিছু বলিনি তোমায়,যা বলেছি,

কবিতা না বুঝে পড়া ঐ লোকদের বলেছি।

বিশ্বাস কর ,যারা বোঝার তারা বুঝে গেছে,

কবি কে জেলে পাঠালেও ,কবিতা কে

জেল দেওয়া যায়না!

কারন সে সপ্ত নরক,দোযখে পুড়তে

দ্বিধা করেনি কোনোদিন,

কবিতা পোড়া পাতার কালিতে তাদের মুখ হয়েছে কালো,

নজরুল ইসলাম এখন থাকলে

এরা করত কী?


Rate this content
Log in

Similar bengali story from Drama