Sampa Maji

Abstract

4.5  

Sampa Maji

Abstract

জীবন

জীবন

1 min
742


বর্তমানে মানুষ সুখের আশায় ছুটে চলেছে প্রতিনিয়ত এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ।


কেউ ভাবে জীবনে প্রতিষ্ঠিত হলে অর্থ আসলে সুখ আসবে, এখানে প্রত্যেকের ভাবনা ভিন্ন ভিন্ন।


 আজ রূপ নারায়ণের পাড়ে এক সস্ত্রীক কে দেখলাম নৌকায়। ভাবছেন প্রেম করছে, হয়তো তাই ।

নৌকা ভর্তি জাল নিয়ে দুজনেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে নদীতে জোয়ার আসার, তীব্র রোদ্রে ও মাথায় গামছা দিয়ে তাকিয়ে আছে নদীর জলের দিকে , প্রতিক্ষা করছে কখন জোয়ার আসবে ।

তারপর নদীতে জোয়ার আসতেই স্ত্রী ধীরে ধীরে নৌকা বেয়ে চলেছে নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আর স্বামী অল্প অল্প করে জাল ফেলে চলে ,এ কাজে তাড়াহুড়ো করতে নেই না হইলে জাল জড়িয়ে যাবে।

এত প্রতীক্ষা এত পরিশ্রমের পরেও এরা জানেনা এদের জালে আদেও মাছ পড়বে কিনা কারণ এদের মতোই আরও অনেকেই ওদের জালের পাসে জাল ফেলেছে। এ নদ এর যে কোনো মালিক হয়না তাই অধিকার নেই কাউকে বাঁধা দেওয়ার


এখানেই শেষ না, জাল ফেলে আবারও অপেক্ষা ভাটা আসার ,এটাই এদের জীবনের নিত্য ঘটনা । তবুও এদের মুখে কোন ক্লান্তির ছাপ নেই

 এদের দেখলে মনে হবে এরা কত খুশি ।


জীবন জীবিকা এতো সংঘর্ষের হওয়া শর্তেও এরা প্রকৃতিকেই ভালোবাসে । এদের প্রেম প্রকৃতিকে ঘিরে।



Rate this content
Log in

Similar bengali story from Abstract