Anamika Bhattacharjee

Horror Others

3  

Anamika Bhattacharjee

Horror Others

The Annabelle doll

The Annabelle doll

4 mins
359


সে এক বিদেশের কথা। ছোটো একটি মেয়ে তার নাম কি ছিল আমি জানিনা। যাইহোক গল্প টি শুরু করি। সেই ছোট্ট মেয়েটি তার বাবা মায়ের সাথে ঘুরতে বেরিয়েছে। হটাৎ করে সেই ছোট্ট মেয়েটি বলল:

-- mommy, আমাকে একটা পুতুল কিনে দাও। ঐযে দেখো একটা পুতুলের দোকান। চল না। 

তখন তার মা বলে উঠল।

-- না, আমি আর তোমাকে পুতুল কিনে দিব না । অনেক আছে বাসায় ।

তখন মেয়েটি কাদতে লাগলো। তারপর তার বাবা বললো। 

-- ঠিকাছে কিনে দিবো। কিন্তু একটাই শর্ত ।

-- কি daddy? 

-- শর্ত টি হলো, আমি তোমাকে এখন পুতুল কিনে দেব। কিন্তু তুমি আর পুতুল চাইতে পারবে না। এটাই লাস্ট চান্স। 

-- ok daddy। Promise, আমি আর পুতুল কিনতে চাইবো না । 

তখন তারা পুতুলের দোকান টিতে গেলো। তারা অনেক পুতুল দেখলো। কিন্তু সেই ছোট্ট মেয়েটির একটাও পছন্দ হলো না। এদিক ওদিক তাকালো। হটাৎ করেই বলে উঠলো, 

-- daddy, mommy, ঐটা কিনবো।

তখন তার বাবা মা ওটা এনে দোকান দার কে বললো। এটার কত দাম ?

দোকানদার বলল,

-- স্যার, আপনি যে পুতুলটির কথা বলছেন সেটা অনেক দামি পুতুল। আর এটার দাম অনেক। 

-- ওহ। কত টাকা 

-- স্যার, এই পুতুল টির দাম ২ লক্ষ টাকা।

পুতুলটির দাম শুনে হতবাক হয়ে বললেন 

--- কি??? এত দাম। 

তখন মেয়েটি কাদতে লাগলো। আর তার বাবার অনেক টাকা, সম্পত্তি আছে। তাই তার বাবা তখন ভাবলো। আমার তো অনেক টাকা আছে। আমার মেয়ের জন্য ২ লাখ টাকা দিয়ে কিনে দেয়া যায়। তখন তার বাবা দোকান দার কে বলল

-- ঠিকাছে, এটা প্যাক করে দিন। আমি এটাই কিনবো 

-- ওকে স্যার। 

তখনই মেয়েটি খুশিতে নাচতে লাগলো। তার বাবা মাও আনন্দ পেল। তখন তারা পুতুলটিকে নিয়ে বাসায় গেলো। রাতের বেলা খেয়ে। মেয়েটি পুতুলটিকে নিয়ে তার ঘরে শুতে গেলো। পুতুল টিকে তার পড়ার টেবিলে রেখে দিয়ে সে ঘুমিয়ে পড়ল। রাত ১২:৩০ বাজে। তখনই হটাৎ করে, মেয়েটির ঘরের বাথরুম থেকে শাওয়ার এর আওয়াজ আসতে লাগলো। মেয়েটি ভয় পেয়ে উঠে বসলো। তখন মেয়েটি বলল

-- বাথরুম থেকে শাওয়ার শব্দ হচ্ছে কেন? আমি তো ব্রাশ করে সব কিছু লাগিয়ে দিয়ে আসলাম। আমি তো গল্পের বই এ পড়েছি, এরকম টাইম এ নাকি ভূতেরা আসে। আর এরকম আওয়াজ করে । ওরে বাবারে, তাহলে কি ভুত আসলো? আমি আমার পুতুলটিকে নিয়ে শুয়ে পড়ি। 

তখন ঐ পুতুলটিকে যখন আনতে যাবে। তখন দেখলো, পুতুলটি পড়ার টেবিলের উপরে নেই। এদিক ওদিক তাকালো। তারপর দেখলো, তার আলমারির উপর বসে আছে। সে দেখে খুব ভয় পেয়ে গেলো আর বললো 

-- ওরে বাবারে, আমার তো ঠিক মনে আছে, আমি পুতুলটিকে পড়ার টেবিলের ওপরেই রেখেছিলাম। তাহলে পুতুল টা ওখানে গেলো কিভাবে। আমি শুয়ে পড়ি। আমার খুব ভয় লাগছে। 

কম্বল দিয়ে মাথা ঢেকে ঘুমিয়ে পড়লো। আর তারপর ওই পুতুল টা ওখানেই রইলো। সকাল বেলা উঠে। ব্রেকফাস্ট করার টেবিলে বসে

তার মা বাবাকে সব কিছু বললো। কিন্তু তার মা বাবা ভাবলো তার বাচ্চাটি হয়তো মজা করছে। তারপর ব্রেকফাস্ট সেরে টিভি দেখতে বসলো মেয়েটি, আর তার মা বাবাও। তেমনি রাতের পর রাত দিনের পর দিন এরকম মেয়েটির সাথে ঘটতে লাগল। আর বাবা মাকে বলতো, তার বাবা মাও বিরক্ত হয়ে একদিন রাতের বেলা মেয়েটির সাথে ঘুমালো। সেইদিন রাতে পুতুল টি হটাৎ করে বিছানার উপর বসলো। তার মা উঠে বললো। 

-- what happened? পুতুল টিকে দেখলাম আলমারির উপরে আর এখন দেখি বিছানার উপরে????.

আবার ভাবতে ভাবতে শুয়ে পড়লো। তারপর পুতুল টি মেয়েটির বাবার ঘাড়ের ওপর বসল। তার বাবা চমকে উঠে বললো: 

-- aaaaaaa, what happened here??? পুতুল টা এখানে কেনো । খুব আজব তো?? 

ঠিক মেয়েটির মায়ের মত ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। হটাৎ করেই আবার মেয়েটির বুকের উপর লাফ দিয়ে চলে গেলো পড়ার টেবিলের ওপর, মেয়েটি চমকে উঠলো। তার বাবা মাকেও ডাকলো।তারপর বললো । তার বাবা তখন বললো

-- একটু আগে পুতুল টি আমার ঘাড়ের ওপর বসল। এখন পুতুলটি পড়ার টেবিলের উপর?? 

তখনই তার মা বলল: 

-- আরেই আমার সাথেও এরকম হয়েছে। আর এখন আমাদের বাচ্চাটির সাথে হচ্ছে?? পুতুল টি খুব আজব তো,?. 

তখন সবাই পুতুলের দিকে তাকালো। তখন যা দেখলো তা দেখে সবাই খুব ভয় পেয়ে গেল। যেটা দেখলো তা হলো: 

পুতুলটি নাচছে, আর পুতুলটির চোখ দিয়ে লাল রঙের কিছু একটা পড়তে লাগলো। বাইরের দেখে শিয়ালের আর কুকুরে আওয়াজ হচ্ছে। তখনই কারেন্ট চলে গেলো। সবাই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলো। সকাল বেলা উঠে তারা বলে:

--- এটা আমাদের সাথে কি হলো। আমরা কি স্বপ্ন দেখলাম ? 

তখন তারা ব্রেকফাস্ট করলো, তারপর সকালে আর দুপুরে যা হয় আর কি। রাতের বেলা সেই আবার এরকম হতে লাগলো। তারপর তারা ভাবলো, এটা তাদের সাথে বাস্তবেই হচ্ছে। স্বপ্নে না । 

ইতিমধ্যেই এই ঘটনা টি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়লো। সবাই দোকানদারের কাছে গেলো আর দোকানদার টি বললো: 

-- এই পুতুলটির নাম Annebelle doll। এই পুতুলটি আমার দোকানে থাকা অবস্থায়ও এরকম সব আজব ঘটনা ঘটাত । রাতে রেখে যেতাম, সকালে এসে দেখি সব আইটেম এলোমেলো। তাই আমি ঠিক করি একজন কে এটা দিব। 

তারপর সারা বিশ্বে ছড়ে গেলো এই ভুতুড়ে Annebelle doll এর কথা । 

এখন পুতুল টি আছে USA এর একটি museum এ।    

     ঘটনাটি সত্য। বিশ্বাস না হলে গুগল এ সার্চ করে দেখতে পারেন 

     ধন্যবাদ

 



Rate this content
Log in

Similar bengali story from Horror