pulak dasgupta

Drama Inspirational Others

3  

pulak dasgupta

Drama Inspirational Others

খবরের ছেঁড়া পাতা

খবরের ছেঁড়া পাতা

1 min
126



আমাদের দৌড়ঝাঁপের জীবনে আমরা কতোবার অপরের দ্বারা আনন্দিত হ‌ই?

কতবার অন্যের থেকে অনুপ্রেরণা পাই?

ঠিক আমরা তার হিসেব রাখি না। 


আসল আনন্দ থাকে গুটি কয়েক গল্পতে। কিছু খবরের কাগজের কার্টিং এ। কারন কি জানেন ! মহৎ কাজ গুচ্ছে গুচ্ছে পাওয়া যায় না, তা খুব সামান্য পাওয়া যায়, সামলে রাখতে হয়।

 

এমনি একটি খবরের কাগজের পাতা আমার চোখে পড়ে। তার গল্প বলতে যাচ্ছি।


গল্পটা ১৩ ফেব্রুয়ারি,২০১৮, আনন্দবাজার পত্রিকায় ছাপা। এই গল্পটা আপনি পেয়ে যাবেন পুরনো আনন্দবাজার পত্রিকায়। তারিখ উপরে দিলাম।


দেরাদুনের ম‌উনুদ্দিনের পরিবার,তখন রাকেশ রাস্তোগীকে দত্তক নিয়েছিলো, যখন তার ১২ বৎসর বয়স। ম‌উনুদ্দিন ও তার স্ত্রী ক‌ওসার এক হিন্দু পরিবার থেকে রাকেশ কে দত্তক নেয়।

হোলী, দিওয়ালি সব কিছু হিন্দু বাড়িতে বাড়িতে যেমন হয় ছেলেকে ভালবাসে পূজা,হোলি,দেওয়ালির অনুমতি ছিলো তাদের সংসারে।

৯ফেব্রুয়ারীতে তারা রাকেশের বিয়ে দেন হিন্দু রীতি মেনেই। হিন্দু পরিবারের মেয়ের সাথে।

এই উপমহাদেশে ধর্ম,ভাষা,জাত,পাত নিয়ে যখন এতো সাম্প্রদায়িক ঝগড়া, ঝামেলা। তখন বুক ভর্তী অক্সিজেন নিই,এই পরিবারটিকে দেখে।


ভালো থাকুন ম‌উনুদ্দিন ও কাওসারের মতো মানুষেরা। এমন উদাহরণ আরো চাই।

         

               




Rate this content
Log in

Similar bengali story from Drama