Sunanda Chakraborty

Abstract Others

3  

Sunanda Chakraborty

Abstract Others

বাবা

বাবা

1 min
206



তুমি না হলে দেখা হতো না এ রঙিন পৃথিবী ।

তুমি না হলে শেখা হতো না ভদ্র আর নম্রতা ।

তুমি না হলে চেনা হতো না ভালো আর খারাপ ।

তুমি না হলে হাঁটা হতো না এ দীর্ঘ পথ ।

তুমি না হলে সব কঠিন হতো না এক নিমেষে সহজ ।

তুমি না হলে প্রস্তুতি সম্পূর্ণ হতো না পরীক্ষার ।

তুমি না হলে রাত জাগা আর ভোরে ওঠার অভ্যেস হতো না ।

তুমি না হলে হতো না সাহিত্য চর্চা ।

তুমি না হলে হতো না শেখা আবৃত্তির নিয়ম ।

তুমি না হলে হতো না পরীক্ষার রুমটা ভয়হীন ।

তুমি না হলে হতো না সম্পূর্ণ স্কুল প্রজেক্টের কাজ ।

তুমি না হলে হতাম না ভালো ছাত্রী ।

তুমি না হলে হতাম না একটা ভালো মানুষ ।

যা কিছু হয়েছে আজ তোমার জন্যই শুধু ।

তুমি না হলে এগিয়ে যাওয়ার সাহস পেতাম না ।

তুমি না হলে আজ যা কিছু হয়েছে তা কখনোই হতো না ।

বাবা, তুমি ছাড়া অসম্পূর্ণ জীবনের প্রতিটা অধ্যায় ।


Rate this content
Log in

Similar bengali story from Abstract