Sunanda Chakraborty

Classics Crime

4  

Sunanda Chakraborty

Classics Crime

সহানুভূতি

সহানুভূতি

1 min
280


*সহানুভূতি* 


আমি ক্ষুধার্ত, আমি শীতার্ত ।

আমি ছাদহীন, আমি বস্ত্রহীন ।

আমি পিতৃমাতৃহীন, আমি পরিচয়হীন ।

আমি জাতহীন, আমি নামহীন ।

আমি শুধু বস্তির বাচ্চা নামে পরিচিত ।

আমার কেউ নেই এই প্রকাণ্ড পৃথিবীতে ।

আমার এক টুকরো পাউরুটি জোটে, 

যদি অফিস ফেরত বাবুরা অনিচ্ছায় ছুঁড়ে ফেলে ডাস্টবিনে ।

তবে আজ আমি খেয়েছি রঙিন ভাত , 

ছিল তাতে বেশ কিছু মাংসের টুকরো আর আলু সেদ্ধ ।

কি যেন একটা নাম বলছিলো খাবারটার ।

আমাদের মত কতজনকে আজ বিনি পয়সায় খাবার দিয়েছে ওরা ,

ভিক্ষা মাগতে বেরোতে হয়নি আজ ।

খাবার দেখে হামলে পড়েছিলাম ক্ষুধার্ত সিংহের মতো ,

কারণ ,দুদিন হলো অফিস বন্ধ ।

জল খেয়েই কেটেছে এই দুটো দিন ।

রঙিন ভাত আমায় ওরা খেতে দিল না ,

খাবার হাতে তুলে দিয়ে বললো একটু হাসতে ,

দামী দামী মোবাইল আমার মুখের সামনে নড়াচড়া করতে লাগলো , বুঝলম ফটো উঠলো ।

ফটো উঠার সাথে সাথে কেড়ে নিল ওই খাবারটা আর হাতে ধরিয়ে দিল কয়েকটা খুচরো পয়সা ।

পরের দিন সকালে মুড়ি কিনতে গিয়ে দেখি , আমার মুখটা খবরের কাগজে।

কিন্তু খাবারটা আমার মুখে কই ???

সবাই আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল,

কানে ভেসে এলো এক বয়স্কের কথা 

*মানুষগুলোর বেশ সহানুভূতি আছে বলতে হবে* । 

   

  *কলমে : সুনন্দা চক্রবর্তী*


Rate this content
Log in

Similar bengali story from Classics