PIJUS SARKAR

Tragedy

4  

PIJUS SARKAR

Tragedy

অহিংস রায়

অহিংস রায়

1 min
406


 মনুষ্যরক্তপিয়াসী সাতটি বাঘ ধরা পড়েছিল। অনেকদিন পর বিচার শুরু হল। মনুষ্যপক্ষের উকিলবাবু আবেদন জানালেন এরা যেহেতু মানুষের রক্তের স্বাদ পেয়েছে তাই প্রত্যেককে গুলি করে মারা হোক। কলেজে পড়া যুবতী ভুল করে সংরক্ষিত এলাকায় চলে যাওয়ায় বাঘগুলো তাকে জ্যান্ত খেয়ে ফেলেছিল।

বাঘদের পক্ষের উকিলের যুক্তি -- ভুল মেয়েটিরই, বাঘেরা নির্দোষ। তারা স্বভাব অনুযায়ী কাজ করেছে। তাই বাঘগুলিকে তাদের বিচরণভূমিতে ছেড়ে দেওয়া হোক।

  দুই পক্ষের সওয়াল - জবাবের পর রায় দেওয়া হল -- 'যে দুটি বাঘ মেয়েটির শরীর প্রথম খেয়েছিল তাদের খাঁচায় ভরে চিড়িয়াখানায় রাখা হবে। বাকিগুলি অল্প-স্বল্প মনুষ্যরক্তের স্বাদ পাওয়ায় তাদের সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দিতে হবে। 

এ রায় অহিংস।

হিংস্র বাঘদের মনোরঞ্জনকারী।

          ------------


Rate this content
Log in

Similar bengali story from Tragedy