PIJUS SARKAR

Tragedy Others

3  

PIJUS SARKAR

Tragedy Others

ভুল

ভুল

1 min
213


 এবার সরস্বতী পুজো পড়েছিল ছাব্বিশে জানুয়ারিতে। দুই বন্ধু রানা আর রণ্টি সকাল সাতটা থেকেই স্কুলে এসে হাজির। উচ্চ মাধ্যমিক দেবে এবার তারা, তাই দু'জনেই নিজেদের স্কুলটাকে নিয়ে ভুগছে নস্টালজিয়ায়।

জাতীয় সঙ্গীতের সুরে সুর মিলিয়ে পতাকা উত্তোলন থেকে শুরু করে সরস্বতীর পায়ে অঞ্জলিদানের পর ভুরিভোজন সারতে দুপুর গড়িয়ে গেল। বাড়ি ফেরার পথে ওদের আর এক বন্ধু সৌপ্তিকের সঙ্গে দেখা। সে বলে উঠল, "চল আমার বাইকে চাপিয়ে বাইপাস ধরে দশ মিনিটের মধ্যে তোদের বাড়িতে পৌঁছে দিচ্ছি।"

রানা মাথা নেড়ে বলল," হেলমেট ছাড়া যাওয়াটা ঠিক নয় আমাদের। আমরা অটোরিকশায় যাব রে !"

রণ্টি কিন্তু এককথায় রাজি ! লাফিয়ে উঠে বসল সৌপ্তিকের বাইকের পিছনে।

বাড়ি ফেরার আধঘণ্টা পরে রানার ফোনে খবর এল -- বাইপাসের গার্ডরেলে ধাক্কা মেরে সৌপ্তিক হাসপাতালে ভর্তি। রণ্টি স্পট ডেড।

            -------------


Rate this content
Log in

Similar bengali story from Tragedy