PIJUS SARKAR

Comedy Others

3  

PIJUS SARKAR

Comedy Others

পক্ষপাতিত্ব

পক্ষপাতিত্ব

1 min
138


  ফ্যাক্টরিতে মর্নিংশিফটের ডিউটিতে অবিনাশবাবুকে রোজ সকাল সাড়ে পাঁচটায় যেতে হয় ‌‌‌‌। তাই ভোর চারটেয় বিছানা ছাড়তে হয় বটে কিন্তু বেলা এগারোটায় ক্যাণ্টিনে গরমভাত মাছের ঝোল দিয়ে খেতে বেশ ভালোই লাগে তাঁর। বেলা তিনটে কী সাড়ে তিনটের মধ্যে বাড়িতেও ফিরে আসেন। 

  শীতের মরশুম -- সেদিন মাঠের ধারে বরাবর ঘরে ফিরছেন। মাঠে ছেলেরা ক্রিকেট খেলছিল। একটি ছেলে দৌড়ে এসে বলল,"জানো তো কাকু, ওই যে মাঠের মাঝখানে লালজামা পরা ছেলেটা --ও না মিণ্টুকে 'ছাগলছানা' বলেছে !"

তিনি নামটা ভালো করে না শুনেই বলে উঠলেন, "তোকে বলল বলেই কী তুই 'ছাগলছানা' হয়ে গেলি ! যা ভাগ !" তাঁকে দেখতে পেয়ে তাঁর নিজের ছেলে মিণ্টু ছুটে এসে তখন বলল, " কী যে শোনো ! ওই লালজামা আমাকে ছাগলছানা বলেছে, বুঝেছো !"

-- অ্যাঁ বলিস কী ! তোকে বলেছে ? আরে আমি কি ছাগল ? চল তো দেখি কোন 'লালজামা' বলেছে ! তাকে একটু টাইট দিয়ে আসি !

           --------------



Rate this content
Log in

Similar bengali story from Comedy