PIJUS SARKAR

Abstract Tragedy Others

3  

PIJUS SARKAR

Abstract Tragedy Others

টার্গেট

টার্গেট

1 min
208



 পাড়ার টিউবওয়েলগুলো দেখতে দেখতে কেমন ভেঙেচুরে অদৃশ্য হয়ে যেতে লাগল। প্রথমদিকে হ্যাণ্ডেলের বোল্ট অদৃশ্য হত পরে হ্যাণ্ডেলগুলোই অদৃশ্য হয়ে যেতে লাগল। একশো মিটার অন্তর তিন-তিনটে কলের-ই দৈন্যদশা দেখে সেদিন রবি বলল, "মনে হচ্ছে কে বা কারা রাতের অন্ধকারে এই দুষ্কর্ম করছে অথচ আমরা ধরতেই পারছি না।"

  দ্বিতীয় টিউবওয়েলটির কাছেই মিণ্টুর পান-বিড়ির দোকান। সে বলল, "বুঝতে পারছো না রবি-দা এগুলো কাদের কাজ ?"

-- না-রে। এভাবে পানীয় জলের কলগুলো ভেঙে কাদের লাভ হচ্ছে !"

-- আছে গো। লাভ ছাড়া কী দুষ্কর্ম হয় ! কাছাকাছির মধ্যেই দু-তিনটে ওয়াটার-ট্রিটমেণ্ট প্ল্যাণ্ট গজিয়ে উঠেছে। মাটির নিচে থেকে জল তুলছে আর জারে জারে ভরে সাপ্লাই দিচ্ছে। টিউবওয়েলগুলোকে টার্গেট না-করলে বিজনেস চলবে ওদের !



Rate this content
Log in

Similar bengali story from Abstract