PIJUS SARKAR

Abstract Inspirational Others

2  

PIJUS SARKAR

Abstract Inspirational Others

দূরদর্শিতা

দূরদর্শিতা

1 min
126



 প্রিয়াঙ্কা আর সন্দীপ নতুন ফ্ল্যাটে এসে খুব খুশি। খুশি তাদের পনেরো বছরের ছেলে সায়ন, মাধ্যমিকের আগেই নিজস্ব একখানা ঝাঁ-চকচকে ঘর পেয়ে। আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের উপস্থিতিতে ঘটা করেই গৃহপ্রবেশ করেছিল তারা।

  সেদিন সন্দীপের বন্ধু মলয় ফোনে বলল, "গৃহপ্রবেশের দিন তোদের ফ্লোরেই একখানা এককামরার ফ্ল্যাট বিক্রয় আছে বলেছিলি না!বুক করে দিস আমি নেবো !"

সন্দীপ কিছু বলতে যাচ্ছিল, প্রিয়াঙ্কার ইশারায় থেমে গিয়ে বলল, "খোঁজ নিয়ে দেখছি। ফাঁকা থাকলে জানাবো !"

  ফোন রাখতেই প্রিয়াঙ্কা বলল, "টালিগঞ্জে যার তিনতলা বাড়ি, সে কিনা এককামরার ফ্ল্যাট বুক করতে চাইছে এখানে -- নিশ্চয়ই ইণ্টু-মিণ্টু কেস কিছু আছে! নাক গলাতে যেও না একদম -- ফেঁসে যাবে কিন্তু !"

বৌ-এর দূরদর্শিতায় খুশিই হলো সন্দীপ।

             -----------



Rate this content
Log in

Similar bengali story from Abstract