PIJUS SARKAR

Abstract Tragedy Others

3  

PIJUS SARKAR

Abstract Tragedy Others

মুখোশ

মুখোশ

1 min
21


 লোকে বলে ম্যানেজিং ডিরেক্টর অনীক আগরওয়াল নাকি বাঙালি-বিদ্বেষী অথচ তাঁর ইউনিটেই বাঙালিকর্মীর সংখ্যা সবচেয়ে বেশি। তাঁর এক বন্ধু প্রায়শই অফিসে আসেন; বাঙালি --নাম চিন্ময় চাকলাদার। পিয়ন-বেয়ারা থেকে অ্যাকাউণ্টস ডিপার্টমেণ্টের সকলেরই তিনি 'চিনুদা'। ঠাট্টা-তামাশা করেন সকলের সঙ্গে।

  সেদিন অ্যাকাউণ্ট্যাণ্ট সুমিত সান্যালের জমকালো পোশাক দেখে 'চিনুদা'বলে উঠলেন, "ব্যাপার কী --আজ শো আছে মনে হচ্ছে !"

--- আছে তো। মুখ্য চরিত্রে। সাড়ে ছ'টায় --রঙ্গনায়। যাবেন নাকি ?

--- ধুসর ! নট ইণ্টারেস্টিং অ্যাট অল।

--- তাহলে ইণ্টারেস্ট কীসে? হুইস্কি, রাম-এ !

চিৎকার করে ওঠেন 'চিনুদা' -- "চোপ রও গর্দভ। চাকর-বাকরের মুখে ঠাট্টা মানায় না।"

"শেষপর্যন্ত মুখোশটা আপনার খুলেই ফ এই ফেললেন বলুন !" আহত সুমিত বলে ওঠে।

            -----------


Rate this content
Log in

Similar bengali story from Abstract