PIJUS SARKAR

Abstract Tragedy Others

3  

PIJUS SARKAR

Abstract Tragedy Others

ভয়ের আড়ালে

ভয়ের আড়ালে

1 min
11


  বাড়িতে ঢুকেই চমকে গেল বুম্বা। সামনেই দাঁড়িয়ে মেজদি। চোখ পাকিয়ে বললেন, "কাল ফোনে বারণ করলাম তবু গিয়েছিলি ? মরণের পাখনা গজিয়েছে বুঝি !"

   বুম্বার মামারবাড়িতে গত পাঁচবছরে পরপর তিন-তিনটি মৃত্যু ঘটে গেল। প্রথম মারা গেলেন মামীমা। তাঁর অবশ্য বয়স হয়েছিল কিন্তু পরের দু'জনেই কমবয়সী। শেষেরটি দুর্ঘটনাজনিত। ফলে থানা-পুলিশ-মর্গ সবকিছুই ঘটে গেল। প্রথমদিনেই তার মেজদি যেতে নিষেধ করেছিলেন। শোনেনি সে। মর্গ থেকে দেহ নিয়ে শ্মশানেও গিয়েছিল। সেই শুনেই তিনি সোজা চলে এসেছেন বুম্বার ফ্ল্যাটবাড়িতে।

"দ্যাখো আমাদের বাবা-মা-র বেলাতেও তো ওরা..." বুম্বার কথা শেষ করতে না-দিয়েই তার মেজদি বলে উঠলেন, " ও-বাড়িতে অভিশাপ লেগেছে -- ফি-বছর একজন করে মরছে আর তুই ছুটেছিস দু-হাতে কুড়োতে ! তাই তো!"

            -----------


Rate this content
Log in

Similar bengali story from Abstract