PIJUS SARKAR

Comedy Others

3  

PIJUS SARKAR

Comedy Others

প্রবাদবচন

প্রবাদবচন

1 min
139


 সেদিন কথায় কথায় প্রিয়বন্ধু সুব্রত বলে উঠল, "দ্যাখ এখন রাতের আঁধারে তালাভেঙ্গে চুরির দিনও প্রায় শেষ। অত্যাধুনিক প্রযুক্তির চোরেরা ভদ্র-শিক্ষিত, নামীদামী উঁচুতলার মানুষ। সেইজন্য বাংলা প্রবাদবাক্যগুলো এবার নতুন করে লেখা উচিত, আমার মনে হয়।"

হেসে বললাম, "তাই ? তা উদাহরণ দে তো দেখি !"

সুব্রত বলল, "যেমন ধর -- 'চোরে না শোনে ধর্মের কাহিনী '।

আধুনিক চোরেরা কিন্তু ধর্মের কথাই বেশি বলে ! সুতরাং প্রবাদটি বদলে দিলেই হবে -- 'চোরেরাই শোনায় ধর্মের কাহিনী ' ।

বললাম, " বাহ্ -- নতুনত্ব আছে। আর ..?"

সুব্রত বলল, " আছে তো। যেমন ধর আধুনিক চোরেদের মায়েদের ভূমিকা খুঁজে পাওয়া ভার অথচ পুরানো প্রবাদবচনটি হল -- 'চোরের মায়ের বড় গলা ' ।

বরং এই প্রবাদটি বদলে লেখা যায় -- 'চোরের মেয়ের বড় গলা' ।

          ----------



Rate this content
Log in

Similar bengali story from Comedy